নিজস্ব সংবাদদতা : ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি হাজী আবু মোহাম্মদ শরিফুল হকের সমার্থনে এক ঝাঁক তরুন নেতাকর্মীরা জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রামের বাড়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সূত্রে জানা য়ায়, গত ৮ এপ্রিল সকালে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি হাজী আবু মোহাম্মদ শরিফুল হকের সমার্থনে ফতুল্লা থেকে গাড়ী বহরে মো. কাউসার প্রধান ও হুমায়ুন কবির বাবু‘র নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে যায়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছে। এসময় কাউসার প্রধান ও বাবু‘র সাথে সফর সঙ্গি ছিলেন, ফতুল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজল চৌধুরী,সেচ্ছাসেবকলীগের নেতা রুস্তুম খন্দকার, জাহাঙ্গির হোসেন, বদু মামা, রাসেল, সরকার মোহাম্মদ কনক, সৈয়দ মুন্না, রাজু, সঞ্জয় ,সাজ্জাদ সহ আরো অনেকে।