তারিখ : এপ্রিল, ১৮, ২০১৯, | নিউজটি পড়া হয়েছে :
২৯৪ বার
স্টাফ রিপোর্টারঃ- ১৭ এপ্রিল ২০১৯ বুধবার দুপুরে বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র স্কুলের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির আহবায়ক আবু ইউসুফ ভূঁইয়া’র সভাপতিত্বে ও অত্র স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বদরুল আলমের সার্বিক পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ইকবাল হোসেন ভূঁইয়া ও সংরক্ষিত নারী অভিভাবক সদস্য রাহিমা বেগম উপস্থিত থেকে মুজিবনগর দিবসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন । তাছাড়া এ সময় স্কুলের সহকারি প্রধান শিক্ষক গোলাম রব্বানী ও আবুল খায়ের খন্দকার সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।