মৌলভীবাজারে চলমান ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকি লঃ, মৌলভীবাজার শাখা প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে। গত ২১ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক, চিফ রিজিওনাল অফিসের রিজিওনাল ম্যানেজার অনিল চন্দ্র গোপ, বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের ডেপুটিি ডরেক্টর দেবব্রত তালুকদার , বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ম্যানেজার মোঃ আশরাফ-উল-আলম, সিনিয়র অফিসার মোঃ মেসবাহুর রহমানসহ সকল ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ও রিজিওনালম্যানেজারবৃন্দ।
আলোচ্য অনুষ্ঠানে লেবুচাষ, ধান উৎপাদন, গৃহপালিত পশু ও কবুতর পালন এবং শাক-সবজি উৎপাদনের জন্য বাংলাদেশ সরকারের প্রান্তিক চাষীদের কৃষি অর্থায়নের অংশ হিসেবে এই ঋণ বিতরণ করাহয়। এ ঋণ প্রদানের মাধ্যমে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখা তাদের এ অর্থবছরের লক্ষ্যমাত্রার বিপরীতে শতভাগ ঋণ বিতরণে সক্ষম হয়। প্রান্তিক জন গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও মৌলভীবাজার জেলা কৃষি কমিটির যথাযথ নির্দেশনা পরিপালন কওে ব্যাংকের বিদ্যমান নীয়মনীতির আলোকে ভবিষ্যতেও এ আর্থিক কর্মসূচী অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।