নিজস্ব সংবাদদাতা :- জাগো বাংলাদেশ গামেন্টর্স শ্রমিক ফেডারেশনের উদ্যোগে গত ১ মে (বুধবার) ফতুল্লার বিসিক শিল্পাঞ্চল থেকে বিশাল র্যালী নিয়ে ফতুল্লা বাজার ডি আই টি মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলার জাগো বাংলাদেশ গামেন্টর্স শ্রমিক ফেডারেশনের সভাপতি নূরে আলম গাজী।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগো বাংলাদেশ গামেন্টর্স শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বাহারানে সুলতান বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগো বাংলাদেশ গামেন্টর্স শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো.মোস্তফা,জাতীয় নীট গামেন্টর্স ডাইং শ্রমিক কর্মচারী পেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো.লিয়াকত হোসেন বেপারী।
ফতুল্লা কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক কমিটির চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ রানা, অধ্যক্ষ এ্যাড. মোহাম্মদ আলমগীর হোসেন, কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক কমিটির সদস্য ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এ.আর.কুতুবে আলম, জাগো বাংলাদেশ গামেন্টর্স শ্রমিক ফেডারেশনের নারায়লগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি আ.জব্বার ,মো. মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, জাগো বাংলাদেশ গামেন্টর্স শ্রমিক ফেডারেশনের ফতুল্লা থানা কমিটির সভাপতি মো. সাহাব উদ্দিন,সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জাগো বাংলাদেশ গামেন্টর্স শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক মো.আশরাফ হোসেন।