ফতুল্লা থানা বিএনপির আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস বলেছেন মা,মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকার মিথ্যা,সাজানো ও বানোয়াট মামলায় জোর করে কারাবন্দী করে রেখেছে।আজ আমার প্রানের নেত্রী বেগম জিয়া কারাগারে অসুস্থ্য হয়ে মানবেতর জীবন যাপন করে মৃত্যু পথযাত্রী।তার সু চিকিৎসা প্রয়োজন অথচ তাকে তা দেয়া হচ্ছেনা।অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা প্রদানের দাবী জানাচ্ছি। বিএনপি চেয়ারপার্সন,৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শুক্রবার (৩ মে) বিকালে বক্তাবলীর প্রসন্ননগরে বক্তাবলী ইউনিয়ন বিএনপি সভাপতি আকবর আলীর সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।বক্তাবলী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এড. আল আমিন সিদ্দীকির সঞ্চালনায় দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি খন্দকার হুমায়ুন কবির,ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম পান্না,সদস্য মোঃ কামাল হোসেন,কাশিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাজ্বী ওমর আলী,বক্তাবলী ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মোঃ নুর হোসেন,বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের সিনিয়র সহ সভাপতি সাঈদ দেলোয়ার,এনায়েত নগর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাসউদ্দীন বাবুল,সাধারন সম্পাদক এড আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন,ফতুল্লা থানা বিএনপির সদস্য আরাফাত আলম জিতু,ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ,বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন দীপু,বক্তাবলী ইউনিয়ন যুবদলের সদস্য সাইফুল ইসলাম খান,পিয়ার হোসেন পিন্টু,ছাত্রদল নেতা ইফতেখার আহম্মেদ রাজু,মাহমুদ উল্লাহ,মোঃ সিরাজ প্রমুখ।
আজাদ বিশ্বাস আরো বলেন,বর্তমানে বিএনপি, ছাত্রদল,যুবদল সহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মামলায় জর্জরিত হয়ে অনেকে রিক্সা, সিএনজি চালিয়ে জীবন যাপন করছে।অনেকে পরিবার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে তা সত্বেও তারা খালেদা জিয়া,তারেক রহমান ও বিএনপি ছেড়ে যায়নি।তাদেরও দাবী দলের প্রধানের মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করা হোক।