সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:- মহান মে দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা ও র্যালী করেছে ইমারত নির্মাণ ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) সিদ্ধিরগঞ্জ থানা কমিটি। বুধবার (১লা মে) সকাল ১০টায় নাসিক ৩নং ওয়ার্ডস্থ মুক্তিনগর এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা শ্রমিকদের ১২ দফার মধ্যে ৬ দফা দাবি পূরণ হয়েছে উল্লেখ করে বাকি ৬ দফা দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি অনুরোধ জানান এবং সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ এলাকার বিভিন্ন সড়কে মে দিবসের নানা স্লোগান দিয়ে র্যালী প্রদর্শন করে শ্রমিকরা।
ইনসাবের কয়েকশত শ্রমিক-মজুরের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজালাল বাদল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিনগর মহল্লার পঞ্চায়েত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু, মোঃ জিয়াউল হক জিয়া ও যুবলীগ নেতা আলম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনসাব সিদ্ধিরগঞ্জ থানা কমিটির উপদেষ্টা আঃ কুদ্দুছ মোল্লা; সহ সভাপতি সাজেদুল ইসলাম, মাসুদ রানা ও অলি উল্লাহ্ খোকন; সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক; অর্থ সম্পাদক আল আমিন; সহ সাংগঠনিক সম্পাদক বিপ্লব; যুগ্ন সম্পাদক মোহম্মদ আলী, সিরাজুল ইসলাম, ফয়েজ; প্রচার ও দপ্তর সম্পাদক মোস্তফা কামাল প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন ইনসাবের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মোঃ মানিক মিয়া এবং সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।