গলাচিপায় আমের অধিক ফলন দেখে আম চাষে ঝুঁকছেন কৃষক

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

দেরিতে হলেও গলাচিপায় আম চাষের দিকে ঝুঁকছে কৃষকরা। এ বছর ঝড় বন্যার প্রভাব থাকলেও আমের অধিক ফলনে খুশি বাগান মালিকরা। আম চাষ লাভজনক হওয়ায় গত তিন বছরে বাণিজ্যিকভাবে আমের চাষ করা শুরু করে এ এলাকার চাষীরা। ভোক্তাদের হাতে কেমিক্যালমুক্ত আম পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়েই বাণিজ্যিক প্রচার চালাচ্ছে গলাচিপার আম চাষীরা। অপর দিকে আম পদ্ধতির সীমিত জ্ঞান থাকার কারণে প্রথম দিকে ফলন ভাল না হলেও এ বছর ঝড়-বন্যার পরেও লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কৃষকরা।

 

উপকূলীয় এ এলাকায় আম চাষে উৎসাহিত করলে তরমুজ, আলুর মতো আম চাষেও সাফলতা আসবে কৃষকদের বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে সঠিক তদারকি না থাকায় একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এসকল কৃষকদের। সরেজমিনে বিভিন্ন আম বাগান ঘুরে এসব তথ্য জানা গেছে। গলাচিপার আম চাষী মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম দুধা মিয়া জানান, প্রায় ৩০ বছর আগে খুলনায় দৌলতপুর কৃষি কলেজে বেড়াতে যান। সেখানে আম বাগান দেখে অনুপ্রাণিত হন। ওই সময় সেখান থেকে ন্যাংড়া ও হিমসাগর জাতের আমের কয়েকটি কলম এনে পরীক্ষামূলকভাবে বাড়িতে চাষ করেন। যতœ না নিলেও কয়েক বছর পর নিয়মিত প্রচুর ফলন শুরু হয়। মাঝখানে অনেক বছর কেটে যায়। বাড়িতে সময়ও কাটছিল না। এসময় মাথায় আসে ভালো জাতের আম বাগান করার। যেই চিন্তা সেই কাজ। গত ২০১৫ সালে ৪০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে আমবাগান করা শুরু করেন। তাঁর বাগানে এখন হিমসাগর, ন্যাংড়া, মোহনভোগ, মল্লিকা, হাড়িভাঙ্গা, আ¤্রপলি, রাজশাহীর গুটি আমসহ বিভিন্ন জাতের আম রয়েছে। এসব গাছে গত বছর থেকে ফলন দেওয়া শুরু করেছে।

 

প্রথম বছর ফলন তেমন একটা ভালো হয়নি। ওই সময় আত্মীয়-স্বজনকে দিয়ে মাত্র ২৫ হাজার টাকার আম বিক্রি বিক্রি করেন। মাহবুবুল দুধা বলেন,‘এবছরও ঝড় ও বন্যায় আমের গুটি ঝরে যায়। এর পরেও সব খরচ বাদ দিয়ে কমপক্ষে ৫০ হাজার টাকা লাভ থাকবে।’ তিনি আরো বলেন, ‘মাছি’ পোকার আক্রমণ ফিরানো যাচ্ছে না। স্থানীয় কৃষি অফিস থেকে যে পরামর্শ দেয় তা তেমন একটা কাজে আসছে না। এছাড়া আম চাষের জন্য যেসকল উপকরণ দরকার সব সময় গলাচিপা কৃষি অফিস সরবরাহ করতে পারে না। এতে আম চাষীদের সমস্যা হয়। এছাড়া এ উপজেলায় আম চাষ নতুন হওয়ায় যথাযথ প্রশিক্ষণ পেলে চাষীদের সহায়ক হবে।’ গোলখালীর আম বাগান চাষী নুরুজ্জামান বলেন, ‘দেড় একর জায়গায় আমবাগান রয়েছে। কিন্তু সঠিক পরিচর্যা করতে না পারায় ফলন ভালো আসেনি। এবছর খুব একটা লাভ হবে না।’ উপজেলা কৃষি অফিস ও আম বাগান মালিকদের সঙ্গে কথা বলে জানাগেছে, যেসকল জমিতে ধান চাষ হয় না; এমন জমিতে আম বাগান করে লাভবান হচ্ছে। প্রতি শতাংশ জমিতে ধান চাষ করলে ৩-৪ শত টাকার ধান উৎপাদন হয়।

 

সেখানে বাগান করলে একই জায়গায় শতাংশে কমপক্ষে ১২শ থেকে ২হাজার টাকার আম উদৎপাদন হবে। সঠিক পরিচর্যায় কৃষক লাভবান হবে বেশি। এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ বলেন, ‘গলাচিপা উপজেলায় এবছর ৩৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এসব বাগানে এবছর প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার আম উৎপাদন হবে। সরকারিভাবে বসতবাড়িতে বারি-৪ জাতের আমের চারা দেওয়া হয়েছে। উপশী জাতের এ ্আমগুলো ভালো ফল দিচ্ছে। গত কয়েক বছর থেকে এ এলাকার কৃষকরা আম বাগান করা শুরু করেছেন। এর মধ্যে পানপট্টি মাহবুবুল আলম, চরখালীর খালেক সিকদার, দক্ষিণ চরখালী কাদের পিয়াদা, গিয়াস পিয়াদা, গোলখালীর নুরুজ্জামান (মোহন তালুকদার), হরিদেবপুর রেজাউল করিম, আমখোলা সোহরাব জোমাদ্দারের বাগান উল্লেখযোগ্য।

 

আমরা চেষ্টা করছি কৃষকদের উৎসাহিত করতে। কেউ চাইলে আমরা সব ধরণের সহযোগিতা করছি। আশাকরি আগামী ৫-৭ বছরের মধ্যে গলাচিপায় অনেকেই বাণিজ্যিকভাবে আম বাগান করতে উৎসাহী হবেন এবং লাভবান হবেন।’ তিনি আরো বলেন, ‘ উপকূলীয় এলাকার জন্য বারি-৩, বারি-৪ ও বারি-৮ জাতের আমের ভালো ফলন হবে।’ এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন শাহ্ বলেন, ‘উপকূলীয় এ এলাকায় যারা আম বাগান করতে আগ্রহী সরকারিভাবে তাদের যথাযথ প্রশিক্ষণ ও কর্মশালা করার চিন্তা করছি। এ অঞ্চলে বাণিজ্যিভাবে আগে কখনো আম চাষ শুরু হয়নি। তাই অনেকেই দ্বিধা দ্বন্দ্বে আছে। আশা করি বাগান করতে আগ্রহীরা সম্মুখ ধারণা পেলে আরো উৎসাহী হবেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হবেন।’

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» নারায়ণগঞ্জে অসহনীয় তাপদাহে ক্লান্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ

» শেরপুরে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী কানন গ্রেপ্তার

» ইষ্টার্ণ হাউজিংয়ে সাংবাদিকদের উপর হামলা

» শ্রীবরদীতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় ধর্ষক গ্রেপ্তার

» অসহনীয় তীব্র গরমে অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী আয়োজন

» ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শার্শায় তিন পদে ১১ প্রার্থীর মনোনয়ন জমা

» শার্শা সীমান্তে ৬টি সোনারবার উদ্ধার, আটক ১

» দ্বিতীয় বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বেনাপোল পোর্ট থানার সুমন ভক্ত

» শার্শায় চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক

» বক্তাবলীতে কমিটি গঠন, রুহুল সভাপতি, শিশির সম্পাদক, আজিজ কোষাধ্যক্ষ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, খ্রিষ্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গলাচিপায় আমের অধিক ফলন দেখে আম চাষে ঝুঁকছেন কৃষক

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

দেরিতে হলেও গলাচিপায় আম চাষের দিকে ঝুঁকছে কৃষকরা। এ বছর ঝড় বন্যার প্রভাব থাকলেও আমের অধিক ফলনে খুশি বাগান মালিকরা। আম চাষ লাভজনক হওয়ায় গত তিন বছরে বাণিজ্যিকভাবে আমের চাষ করা শুরু করে এ এলাকার চাষীরা। ভোক্তাদের হাতে কেমিক্যালমুক্ত আম পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়েই বাণিজ্যিক প্রচার চালাচ্ছে গলাচিপার আম চাষীরা। অপর দিকে আম পদ্ধতির সীমিত জ্ঞান থাকার কারণে প্রথম দিকে ফলন ভাল না হলেও এ বছর ঝড়-বন্যার পরেও লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কৃষকরা।

 

উপকূলীয় এ এলাকায় আম চাষে উৎসাহিত করলে তরমুজ, আলুর মতো আম চাষেও সাফলতা আসবে কৃষকদের বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে সঠিক তদারকি না থাকায় একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এসকল কৃষকদের। সরেজমিনে বিভিন্ন আম বাগান ঘুরে এসব তথ্য জানা গেছে। গলাচিপার আম চাষী মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম দুধা মিয়া জানান, প্রায় ৩০ বছর আগে খুলনায় দৌলতপুর কৃষি কলেজে বেড়াতে যান। সেখানে আম বাগান দেখে অনুপ্রাণিত হন। ওই সময় সেখান থেকে ন্যাংড়া ও হিমসাগর জাতের আমের কয়েকটি কলম এনে পরীক্ষামূলকভাবে বাড়িতে চাষ করেন। যতœ না নিলেও কয়েক বছর পর নিয়মিত প্রচুর ফলন শুরু হয়। মাঝখানে অনেক বছর কেটে যায়। বাড়িতে সময়ও কাটছিল না। এসময় মাথায় আসে ভালো জাতের আম বাগান করার। যেই চিন্তা সেই কাজ। গত ২০১৫ সালে ৪০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে আমবাগান করা শুরু করেন। তাঁর বাগানে এখন হিমসাগর, ন্যাংড়া, মোহনভোগ, মল্লিকা, হাড়িভাঙ্গা, আ¤্রপলি, রাজশাহীর গুটি আমসহ বিভিন্ন জাতের আম রয়েছে। এসব গাছে গত বছর থেকে ফলন দেওয়া শুরু করেছে।

 

প্রথম বছর ফলন তেমন একটা ভালো হয়নি। ওই সময় আত্মীয়-স্বজনকে দিয়ে মাত্র ২৫ হাজার টাকার আম বিক্রি বিক্রি করেন। মাহবুবুল দুধা বলেন,‘এবছরও ঝড় ও বন্যায় আমের গুটি ঝরে যায়। এর পরেও সব খরচ বাদ দিয়ে কমপক্ষে ৫০ হাজার টাকা লাভ থাকবে।’ তিনি আরো বলেন, ‘মাছি’ পোকার আক্রমণ ফিরানো যাচ্ছে না। স্থানীয় কৃষি অফিস থেকে যে পরামর্শ দেয় তা তেমন একটা কাজে আসছে না। এছাড়া আম চাষের জন্য যেসকল উপকরণ দরকার সব সময় গলাচিপা কৃষি অফিস সরবরাহ করতে পারে না। এতে আম চাষীদের সমস্যা হয়। এছাড়া এ উপজেলায় আম চাষ নতুন হওয়ায় যথাযথ প্রশিক্ষণ পেলে চাষীদের সহায়ক হবে।’ গোলখালীর আম বাগান চাষী নুরুজ্জামান বলেন, ‘দেড় একর জায়গায় আমবাগান রয়েছে। কিন্তু সঠিক পরিচর্যা করতে না পারায় ফলন ভালো আসেনি। এবছর খুব একটা লাভ হবে না।’ উপজেলা কৃষি অফিস ও আম বাগান মালিকদের সঙ্গে কথা বলে জানাগেছে, যেসকল জমিতে ধান চাষ হয় না; এমন জমিতে আম বাগান করে লাভবান হচ্ছে। প্রতি শতাংশ জমিতে ধান চাষ করলে ৩-৪ শত টাকার ধান উৎপাদন হয়।

 

সেখানে বাগান করলে একই জায়গায় শতাংশে কমপক্ষে ১২শ থেকে ২হাজার টাকার আম উদৎপাদন হবে। সঠিক পরিচর্যায় কৃষক লাভবান হবে বেশি। এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ বলেন, ‘গলাচিপা উপজেলায় এবছর ৩৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এসব বাগানে এবছর প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার আম উৎপাদন হবে। সরকারিভাবে বসতবাড়িতে বারি-৪ জাতের আমের চারা দেওয়া হয়েছে। উপশী জাতের এ ্আমগুলো ভালো ফল দিচ্ছে। গত কয়েক বছর থেকে এ এলাকার কৃষকরা আম বাগান করা শুরু করেছেন। এর মধ্যে পানপট্টি মাহবুবুল আলম, চরখালীর খালেক সিকদার, দক্ষিণ চরখালী কাদের পিয়াদা, গিয়াস পিয়াদা, গোলখালীর নুরুজ্জামান (মোহন তালুকদার), হরিদেবপুর রেজাউল করিম, আমখোলা সোহরাব জোমাদ্দারের বাগান উল্লেখযোগ্য।

 

আমরা চেষ্টা করছি কৃষকদের উৎসাহিত করতে। কেউ চাইলে আমরা সব ধরণের সহযোগিতা করছি। আশাকরি আগামী ৫-৭ বছরের মধ্যে গলাচিপায় অনেকেই বাণিজ্যিকভাবে আম বাগান করতে উৎসাহী হবেন এবং লাভবান হবেন।’ তিনি আরো বলেন, ‘ উপকূলীয় এলাকার জন্য বারি-৩, বারি-৪ ও বারি-৮ জাতের আমের ভালো ফলন হবে।’ এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন শাহ্ বলেন, ‘উপকূলীয় এ এলাকায় যারা আম বাগান করতে আগ্রহী সরকারিভাবে তাদের যথাযথ প্রশিক্ষণ ও কর্মশালা করার চিন্তা করছি। এ অঞ্চলে বাণিজ্যিভাবে আগে কখনো আম চাষ শুরু হয়নি। তাই অনেকেই দ্বিধা দ্বন্দ্বে আছে। আশা করি বাগান করতে আগ্রহীরা সম্মুখ ধারণা পেলে আরো উৎসাহী হবেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হবেন।’

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD