মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: “জমে থাকা পানি যেখানে,ডেঙ্গু মশার জন্ম সেখানে” এরকম একটি প্রদিপাদ্যের শ্লোগান এলাকার মানুষকে জানিয়ে দেন।উল্লেখ্য,ডেঙ্গু’র ভয়াবহতা এখন দেশজুড়ে। সরকার আপ্রান চেষ্টা চালাচ্ছেন এটিকে নির্মূল করতে। ডেঙ্গু’র সংক্রামক এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে,দিন দিন এ রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ বয়স্করাও। তবে একটু সচেতন হলে এ রোগের প্রাদূর্ভাব থেকে আমরা সকলেই মুক্ত হতে পারি। আক্রান্তের চেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বেশী। এই বিষয় গুলো সামনে রেখে সোমবার (৫/০৮/১৯ইং)তারিখ সকাল ১০ টায় গতকালের ন্যায় আজও বেনাপোল সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল থেকে ডেঙ্গু সচেতনতা মূলক লিফলেট বিতারণ শুরু করেন নেতা কর্মিরা।
সহযোগিতায়- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। বেনাপোল পৌর ইউনিট।শেখ রাসেল ও জাতীয় শিশু-কিশোর পরিষদ, বেনাপোল।
এছাড়া উক্ত গণসচেতনতা মূলক কাজে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন উজ্জল, সত্যজিৎ দত্ত, কামরুজ্জামান তরু,ইমাদুল বিশ্বাস, কবির হোসেন ভূঁইয়া ,হারুনুর রশীদ, নাজমুল ইসলাম,মোঃ আওয়াল হোসেন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শার্শা উপজেলা ছাত্রলীগ, রানা, মাহবুব রুবেল, শাহিন, তানভীর সহ প্রমূখ। এসময় তারা বেনাপোল পৌরসভা, আজ সাদিপুর প্রাথমিক বিদ্যালয়, কার্গো শাখা,ইমিগ্রেশন,এতিমখানা, জামে মসজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধের নির্দেশিকা বিতরণ করে থাকেন।





















