সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ- মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে র্যালী ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার (৬ আগষ্ট) বেলা ১০ টায় নাসিক ২নং ওর্য়াডে মৌচাক বাসষ্ট্যান্ড থেকে র্যালীটি শুরু হয়ে মদিনা মসজিদ, কন্দাপাড়া, সাহেবপাড়া, মিজিমিজি পশ্চিমপাড়া মাদ্রসারোড, হাজেরা মার্কেট, আমজাদ মার্কেট,আব্দুল আলী পুল, হয়ে পূনরায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজে এসে র্যালীটি শেষ হয় এসময় জনসচেতনতায় লিফলেট বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, আবুল হোসেন, শিশির ঘোষ অমর, বিমল চন্দ্র কর্মকার পল্টু ও রাজিব আহামেদ প্রমূখ।