পবিত্র ঈদকে সামনে রেখে এবং যাত্রিদের ভোগান্তি কমাতে আজ ঢাকা থেকে সন্ধা৭:৩০রাংঙ্গাবালী এবং পায়রা বন্দরের উদ্দেশ্যে (রয়েল ক্রুজ-২) নামে লঞ্চটি যাত্রা শুরু করতে যাচ্ছে। আবহাওয়া ভালো থাকলে আগামীকাল সকাল ৯ টায় রাংঙ্গাবালী এবং সকাল ১১ টায় পায়রা বন্দরে লঞ্চটি পৌছাবে ।আপ টাইম দুপুর ১২ টায় পায়রা বন্দর থেক ২ টায় রাংঙ্গাবালীর কোড়ালিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে লঞ্চ কতি্পক্ষের কাছ থেকে যানা যায়।
এদিকে রাংঙ্গাবালী থেকে ঢাকা যাওয়ার মতো কোন বাস পরিবহন নাথাকার কারনে এখানকার মানুষকে একমাত্র লঞ্চ এর মাধ্যমে ঢাকা জেতে হয়। রাঙ্গাবালীতে বর্তমানে যেসব লঞ্চ আছে সেগুলোতে নেই তেমন কোন সুব্যাবস্থা যার কারনে ভোগান্তিতে পরে সাধারন যাত্রিরা। যাত্রিদের কাছ থেকে যানা যায় এই লঞ্চ চালু হলে তাদেরকে কষ্ট করে ঢাকা জেতেহবেনা এবং খুব অল্প সময় ঢাকা পৌছাতে পারবে। নদী বড় থাকার কারনে ছোট লঞ্চে করে ঢাকা যেতে ভয় পায় যাত্রিরা কিন্তু এই লঞ্চটি বড় থাকার কারনে তেমন ঝুকি নিতে হবেনা রাংঙ্গাবালীর সাধারন মানুষের।
পটুয়াখালী ৪ আসনের বর্তমান এমপি মহিব্বুর রহমান মুহিব স্যার রাংঙ্গাবালী ও কলাপারার মানুষের দূরভোগ কমাতে এবং যাত্রিদের কল্লানের সার্থে রয়েল ক্রুজ লঞ্চ ঢাকা টু রাঙ্গাবালী লাইনে চালু করার জন্যে অনেকটাই সাহায্য করেছিলে জার পেক্ষিতে আজ সন্ধা৭:৩০ঢাকা থেকে যাত্রা করবে।
নদীপথ বিবেনায় রয়েল ক্রুজ -২ হতে যাচ্ছে তেঁতুলিয়া নদীর শেষভাগে চলাচলকারী সব থেকে রড় ডাইমেনশন লঞ্চ। ঢাকা থেকে এমন প্রত্যন্ত অঞ্চলে রয়েল ক্রুজ -২ লঞ্চ গতিময় ও উন্নত যাত্রিসেবা শুরুথেকে ধরে রাখতে পারলে অদৃর ভবিষ্যাতে এই সম্ভাবনাময় রুটের ব্যাবসাসফল লঞ্চ হিসেবে পরিচিতি পেতে পারে।