নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ৮ বছরের শিশু পাওয়া গেছে। রবিবার ১ সেপ্টেম্বর ফতুল্লায় রাস্তার পাশে একটি শুইয়ে থাকা অবস্থায় দেখলে পথচারীরা ফতুল্লা মডেল থানা পুলিশকে অবহিত করে, পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক অবস্থায় শিশুটি কে জিজ্ঞাসা করে জানা যায়, তার নাম মো. মুছা (৮), পিতা- সেলিম, মাতা- মিনা বেগম, গ্রাম- মন্ডলজানি (সামপুর), থানা- উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।
শিশুটির দেওয়া ঠিকানা মত যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে ফতুল্লা থানা পুলিশ।
ছেলেটির পরিবারের সন্ধান পেলে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানান ফতুল্লা থানার অফিসার ইনচার্জ। মোবাইল (থানা): ০১৯৪৮২৫৬৫৭৯




















