ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লা মডেল থানার মাসিক অপরাধ হালচিত্রে গত আগস্ট মাসের ৩১ দিনে বিভিন্ন অপরাধে ৫টি হত্যাসহ মোট মামলা রুজু হয়েছে ১০৬টি। এর মধ্যে মাদকজনিত মামলা রুজু হয়েছে ৫৪টি। এই মাসে ফতুল্লা মডেল থানা পুলিশ ৭ লাখ ৪২ হাজার ৮’শ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার করেছে।
ফতুল্লা মডেল থানার ষ্টেটম্যান অফিসার এএসআই মাহমুদুল ইসলাম জানান, ফতুল্লা মডেল থানায় গত আগস্ট মাসের ৩১ দিনে মোট ১০৬টি মামলা রুজু হয়েছে। মামলাগুলো হলো- হত্যা (খুন) ৫টি, দ্রুত বিচার ৩টি, ধর্ষণ ৪টি, নারী ও শিশু নির্যাতন ৮টি, চুরি মামলা ৩টি, মারামারি (আদার সেকশন) মামলা ২৮টি, মাদকদ্রব্য মামলা ৫৪টি, পুলিশ আক্রান্ত ১টি। গত মাসে অপমৃত্যু মামলা রুজু হয়েছে মোট ৮টি।
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক উদ্ধার জনিত মাদকদ্রব্য হলো- ১৩৮১ পিস ইয়াবা ট্যাবলেট, হেরোইন ৩১ গ্রাম, গাঁজা ১ কেজি ৪’শ গ্রাম, ফেন্সিডিল ১ বোতল, দেশি মদ ১ বোতল (১ লিটার)। ফতুল্লা মডেল থানা পুলিশ আগস্ট মাসে সর্বমোট ৭ লাখ ৪২ হাজার ৮’শ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। এছাড়া অন্যান্য উদ্ধারের মধ্যে রয়েছে স্বর্ণ সাড়ে ৩ ভরি, দশ লক্ষ টাকা সমমূল্যের চোরাইকৃত মেশিনের যন্ত্রাংশ, চোরাইকৃত অটোরিক্সা, ১৭০০০ টাকা মূল্যের চোরাই সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।
ফতুল্লা থানা পুলিশ আরো জানান, গত আগস্ট মাসে থানা পুলিশ জিআর ওয়ারেন্ট তামিল ৭৪টি এবং সিআর তামিল করেছে ৩০টি। আদালত কর্তৃক সাজা দেয়া ওয়ারেন্ট তামিল ৩টি। অন্যান্য নিষ্পত্তি ৭৩৪টি।