মোঃ ওমর ফারুক :- আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ সহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ে আজ ৩ সেপ্টেম্বর প্রস্তুতি সভা করেছে।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভির হায়দার, জেলা শিক্ষা অফিসার ইমারত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, এসডিএসের নির্বাহী পরিচালক মজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তগন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন আমাদের দেশে প্রতি বছর এই দিবসটি পালিত হলেও আমারা এখনো শতভাগ স্বাক্ষরতা অর্জন করতে পারিনি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে স্বাক্ষরতা সম্পন্য করতে বদ্ধপরিকর। সে লক্ষে আমাদের সবাইকে কাজ করতে হবে। র্যালি ও সভা সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থেকে নয় কাজের মাধ্যমে স্বাক্ষরতা দিবসের মুল্যায়ন করতে হবে।