একেএম শামীম ওসমানের সমাবেশকে ঘিরে বিশাল শোডাউন করেছে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ফতুল্লা ডিআইটি মাঠ এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। এরপর শামীম ওসমানের সমাবেশে গিয়ে শেষ হয়।।
শোডাউনে ফতুল্লা থানা ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেয়।
শোডাউনে নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জয় বাংলা, জয় জয় বঙ্গবন্ধু। নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ভাইয়ের ঘাটি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি শ্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন, নাজমুল আলম, কাউছার, সরকার মোঃ কনক, রাসেল চৌধুরী, মোঃ রাসেল, মুন্না, নিহাদ, শাওন প্রমুখ।