কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে মাদার চ্যারিটেবল ফাউন্ডেশনের গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুনের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।
উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম মুর্শেদ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মো. শফিউল আজম, হরিমোহন সরকারি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাইনুল ইসলাম, মাদার চ্যারিটেবল ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী পরিচালক আব্দুল হান্নান প্রমুখ।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী সৈয়দ কাজী নুরুজ্জামান এর অর্থায়নে জেলার সদর উপজেলার ৫ ও গোমস্তাপুর উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।