মশাহিদ আহমদ:- মৌলভীবাজার শহরকে একটি পরিচ্ছন্ন ও যানজট মুক্ত শহর গড়ার লক্ষ্যে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর উদ্যেগে এবং পৌর মেয়রের সার্বিক সহযোগিতায় শহরের রাস্তা প্রশস্ত করন কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) বলেন- আমরা শহরের ব্যস্ততম যায়গাগুলো চিহ্নিত করেছি। উক্ত অবৈধ যায়গাগুলোতে যে সমস্ত ফুটপাত অব্যবহৃত রয়েছে তা যদি আমরা পুনরুদ্ধার করতে পারি তাহলে শহরে শৃংঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনা হ্রাস পাবে। ও শহর যানজট মুক্ত হবে। আমরা কাজ শুরু করেছি সফলতা পেলে আমরা শহরের সকল ব্যস্ততম জায়গায় স্থানীয় প্রশাসন ও সরকারের সহযোগিতা নিয়ে আমরা আরও প্রদক্ষেপ গ্রহন করব। পৌর মেয়র মোঃ ফজলুর রহমান বলেন,শহরের যে সমস্ত যায়গায় যানজট হয় ঐ সমস্ত এলাকায় রাস্তা প্রশস্ত করন কাজ শুরু করেছি,সকল নাগরিকের সাহায্য সহযোগিতায় শহরের সমস্ত রাস্তা প্রশস্ত করব এবং মৌলভীবাজার বাসীকে যানজট মুক্ত করার জন্য আমাদের চেষ্টা অব্যহত আছে অব্যহত থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.সারোয়ার আলম, ডিআইও (১) ডিএসবি মোহাম্মদ আবু তাহের, পৌরসভার নিবাহী প্রকৌশলী মো: আবুল হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সালেহ এলাহি কুটি, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, চ্যানেল ২৪ এর মৌলভীবাজার প্রতিনিধি এম এ হামিদ, প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মাহবুবুর রহমান রাহেল, অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামসহ জেলার ইলেক্ট্রনিক,অনলাইন,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।