নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, বর্তমান ট্রাফিক আইন এবং জাতীয় জরুরী সেবা ৯৯৯ সমন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আলম শাহ্।
মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, বর্তমান ট্রাফিক আইনসহ যে কোন প্রয়োজনে সেবা পেতে ৯৯৯ কল করার আহবান জানান ওসি শামসুল আলম। তিনি শিক্ষার্থীদের মাদক ও বাল্যবিবাহর অপকারিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।