১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৩ টায় আলীরটেক ডিগ্রীরচর হতে র্যালী বের হয়।
নারায়ণগঞ্জের বক্তাবলীর কানাইনগর,লক্ষীনগর,রামনগর,গংগানগর,মুক্তারকান্দি হয়ে আলীরটেক ডিগ্রীরচর খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারে এসে রেলী শেষ হয়।
এবারের প্রতিপ্রাদ্য বিষয় ছিল আসুন পরিবার কে ডায়াবেটিস মুক্ত রাখি।
খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ একে শফিউদ্দিন আহমেদ মিন্টুর সার্বিক ব্যবস্থাপনায় ও তত্তাবধানে অনুষ্ঠিত রেলীতে উপস্থিত ছিলেন,ডাঃ ইসক্লেরা শাহনাজ, আহম্মদ আলী রানা,আব্দুল বাতেন,মাসুদ সরকার,খোরশেদ আলম মাষ্টার, আমজাদ হোসেন মাষ্টার, আলী আকবর মাষ্টার, রাসেল চৌধুরী মেম্বার,মোঃ মাসুম মিয়া, সদর উদ্দিন সদু মেম্বার, আব্দুল আলিম,ফজলে হোসেন মুক্তার,নাজির হোসেন,আকরামুজ্জামান তুহিন,মুশফিকুর রহমান শিশির,রাশেদুল ইসলাম সুমন, ববি বাদল,মোঃ বাদশা মিয়া,ডাঃ হাবিবুর রহমান আকাশ,আলী হোসেন সহ ডায়াবেটিস সমিতি, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও কর্মকর্তারা প্রমুখ।
ডাঃ শফিউদ্দিন আহম্মেদ মিন্টু বলেন,ডায়াবেটিস প্রতিরোধে ফাষ্টফুড বর্জন করি,দৈনিক কমপক্ষে ২০ মিনিট হলেও হাটাঁহাটি করি,মিষ্টি জাতীয় খাবার কম খাবো।কারন পরিবারের একজনের ডায়াবেটিস হলে পরিবারের সবার হবার উপর প্রভাব পড়ে।