অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সচেতনার জন্য বরিশালের আগৈলঝাড়া থানার উদ্যোগে গতকাল রোববার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলা আকাশের নীচে শিক্ষার্থী ও অভিভাবদের নিয়ে বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সচেতনার জন্য আলোচনা সভা করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন।
এসময় ওই বিদ্যালয়ের শিক্ষাথী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় বাল্যবিয়ে দিলে মেয়েদের কি কি সমস্যা হয়, তা নিয়ে আলোচনা করেন ওসি। রাস্তাঘাটে চলাচল করতে গেলে কেউ ছাত্রীদের ইভটিজিং করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানালে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।