নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ আল মামুনকে সংবর্ধনা প্রদান করেছে আলীরটেক ইউনিয়ন নাগরিক কমিটির।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় পুরান গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলীরটেক ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব আলী নূর মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পপ্রান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড আবু হাসনাত শহীদ মোঃ বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম,জেলা পরিষদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন,ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ পাটোয়ারী, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সওদাগর খান, সদর থানা যুবলীগের সিনিয়র সহ সভাপতি এসটি আলমগীর সরকার,সদর থানা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মো.মাসুদ রানা,জেলা তাতী লীগের সহ সভাপতি মোঃ জসিমউদদীন,সদর থানা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি নুর হোসেন সওদাগর প্রমুখ।
আলীরটেক ইউনিয়ন নাগরিক কমিটির সাধারন সম্পাদক সালেহ আহম্মেদ খোকনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন,হাজ্বী এবায়দুল্লাহ, মোঃ ঈসমাইল মাদবর, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব,সাধারণ সম্পাদক মোঃ শাহীন রাজু মেম্বার, মোঃ আল আমিন,সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা,আওয়ামী লীগ নেতা হাজ্বী শরীফ হোসেন, আলী আকবর মাষ্টার,জাহান আলী,আব্দুল মালেক, রফিকুল ইসলাম রফিক মেম্বার, রানা আহমেদ রবি মেম্বার, তোফাজ্জল হোসেন মেম্বার, শুক্কুর আলী মেম্বার,মোঃ সালাউদ্দিন,দিদারও হোসেন,বারেক মোল্লা,সাহাবুদ্দিন মাদবর,যুবলীগ নেতা সাহিদ রহমান,বিপলু প্রমুখ।
প্রধান অতিথি আবু হাসনাত শহীদ বাদল বলেন,মুন্সিগঞ্জ দিয়ে আলীরটেকে গ্যাস আনা যেতে পারে যদি নেতারা চান।জাকাতের টাকা দিয়ে গরীবদের কম্বল দেয়া যেতে পারে। এমনকি নিজ ভাইবোনদের দেয়া যায়। নারায়ণগঞ্জকে এমন ভাবে সাজিয়ে যাব যেন বাংলাদেশের মডেল করবো। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে নাসিম ওসমান বাসর ত্যাগ করে কাদেরিয়া বাহিনীতে যোগ দেন। তিনি লাঙ্গল করলেও নৌকার প্রতি টান ছিল। নাজির- মামুনের প্রতি আলীরটেক ইউনিয়ন বাসীর অনেক চাওয়া। শীতলক্ষ্যায় ব্রীজ হতে পারলে আলীরটেকে ও হতে পারবে। আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন আমি জনগনের সেবা করবো। নাগরিক কমিটি যারা করেছেন তারা ফেঁসে তাদেরকে নেতাদের কাছে যেতে হবে আলীরটেকের উন্নয়নের স্বার্থে।বঙ্গবন্ধু কে হত্যা করে হাজার বছর দেশ পিছিয়ে দেয়া হয়েছে। শেখ হাসিনার জন্য দোয়া করতে আলীরটেক বাসীর প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে আলী নূর মোল্লা সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন। পরে গরীবদের মাঝে কম্বল বিতরন করা হয়।