হয়রানীমুলক মামলা থেকে রক্ষা পেতে ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলা ও হয়রানী ও তা যথাযথ মুলক ব্যবস্থা গ্রহনের দাবীতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করলেন শহরের পাইকপাড়া এলাকার হাজী মো: আবু সাঈদ সিকদারের পরিবারের সদস্যরা। শনিবার ( ১৮ জানুয়ারী সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

হাজী মো.আবু সাইদ শিকদারের পরিবারের পক্ষে সাংবাদিকের মাঝে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কওে তার ছেলে মো: হোসেন সিকদার বলেন,আমার পিতা নিতাইগঞ্জের একজন বিশিষ্ট গম ব্যবসায়ী ছিলেন যার মালিক (মে/শাহজালার এন্টা: প্রা: নামে) ও ২ টি ময়দার মিলের মালিক ছিলেন (কোহিনুর ও রেডিয়াম ফ্লা: মিল নামে) । তারই ধারাবাহিকতায় এই মার্কেটের সাথে ধীর্ঘ অনেক দিন যাবত আমরা ভাইয়েরা এই ব্যবসায়ের সাথে জরিত। আমরা ৩ ভাই প্রত্যেকেই ব্যবসা বানিজ্য আলাদাভাবে পরিচালনা করে আসছি ও সরকারী ট্রেড লাইসেন্স ভুক্ত ও আয়কর প্রদান করে আসছি। ২০১৮ সালের মাঝামাঝি এই মার্কেটের একজন মিল ব্যবসায়ি (মেসার্স মক্কা-মদীনা ফ্লাওয়ার মিল) যার মালিক হাছান ফকির, এছারা (মেসার্স সৈয়দপুর ট্রেডার্স , মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ নামে) যার একক মালিক সৈয়দপুর ফকিরবাড়ি এাঅকার হাছান ফকির। আমরা ৩ ভাই ব্যবসায়িক সংক্রান্ত লেনদেন বাবদ প্রায় ৭০ লক্ষ পাওনা হই। যা তিনি পরিশোধ না করে উক্ত টাকার চেক সবাইকে আলাদাভাবে দিয়ে মার্কেট থেকে চলে যায়। যা মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ ও সৈয়দপুর ট্রেডার্স নামে। উক্ত চেকের মেয়াদ ৬ মাস পেরিয়ে গেলে আমরা ব্যবসায়িকভাবে তার সাথে সকল পাওনাদাররা বসি।তারপর সে ৩ মাস সময় নিয়ে একটি লিখিতভাবে ষ্টাম্পে যা সে মরে গেলেও তার ওয়ারিশদ্বয় তার জায়গা সম্পদ বিক্রি করে টাকা দিবে ও একটি চেকের (৭০ লক্ষ-মেসার্স শাহজালার এন্টারপ্রাইজ নামে সিকিওরিটি বাবদ) এর মাধ্যমে সবাইকে টাকা দিয়ে দিবে বলে আশ^স্ত করে। ৩ মাস পার হয়ে গেলে যখন চেকটি পাশ না হওয়ায় আমরা উক্ত ঐ-চেকের মাধ্যমে ডিস-অনার মামলা দিয়ে থাকি। যার মামলা নং সি-আর ৩৫৭/১৯। এই বিষয়টি তার পরিবারকে সকল পাওনাদাররা পারিবারিকভাবে জানানো হলে পরিবারের মানুষজন আমাদেরকে ও অন্যান্য পাওনাদারদের নিয়ে বাসায় বসে। সেখানেও তার পরিবারের সম্মুক্ষে সে তার জায়গা সম্পদ বিক্রি করে তার সামর্থ্য অনুযায়ী আমাদের ৪ জনকে (সুমন,জনি,হোসেন,দুলাল) ৫৫ লক্ষ টাকা (ছোট একটি কাগজে যা তার হতের লেখা ছিল) ১ মাসের মধ্যে দিবে বলে আশ্বস্ত প্রকাশ করে। সেই থেকে ৩ মাস পেরিয়ে গেলেও সে টাকা পরিষোধ করতে পারেনি। তারপর তার সাথে যোগাযোগ করা হলে সে বলে আমার জায়গা সম্পদ সবই এজমালি।পরিবারের অনেকের খামখেয়ালির কারনে জায়গাগুলো বিক্রি করা যাচ্ছে না। তারপর গত ০৫/০৯/১৯ এস-পি মহোদয়ের নিকট (হারূনুর রশিদ) বরাবর আবেদন জানানো হলে সে ডিবির মাধ্যমে তাকে ডেকে আনে। পরবর্তীতে সে ১০ দিনের সময় নিয়ে চলে যায়। মাস খানিক পর তার সাথে যোগাযোগ করা হলে সেই একই কথা জানায় যে, আমার জায়গা সম্পদ সবই এজমালি, পরিবারের অনেকের খামখেয়ালির কারনে জায়গাগুলো বিক্রি করা যাচ্ছে না। তাদের পরিবারের অনেকের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ কেউ কথার গুরূত্ব না দিয়ে এড়িয়ে যায়। আসে পাসের মানুষদের সাথে জানানো হলে সবাই বলে হাছান ফকির দেনা প্রায় ১-১.৫ কোটি। কিন্তু এজমালি ও ব্যাক্তিগতভাবে সম্পদের মালিক প্রায় ৩-৪ কোটি, তাহলে দেনা অর্ধেক দিয়ে দিলেও বাকী অর্ধেক থেকে যায়। কিন্তু তার সম্পদ এজমালী হওয়ার কারনে সে কোনো ভাবেই জায়গা সম্পদ বিক্রি করতে পারতেছে না। যেহেতু, হাছান ফকির বলে আমার জায়গা সম্পদ সবই এজমালি তাই পরিবারের অনেকের খামখেয়ালির কারনে জায়গাগুলো বিক্রি করা যাচ্ছে না সেহেতু, টাকা পাওনার বিষয়ে কয়েকদফা পাওনাদার হিসেবে তার ভাইদের বলা হয় যেন তাকে এজমালি সম্পদ আপনারা ভাগ করে দেন যাতে সে বিক্রি করে তার দেনাটুকু যাতে দিতে পারে। কিন্তু এতে ভাইদের ও তার স্ত্রী আশা মনি পিংকি তাকে কোনো ভাবেই সম্পদ আলাদা করে দিবে না। মুল কারন হাছান ফকিরের কোনো ছেলে মেয়ে নাই। হাছান ফকির পৌত্রিক ও বন্টন সুত্রে ফকির বারির সম্পদ একটি খসরা বন্টন নামা হয় যার মধ্যে হাছান ফকির ছোট ভাই হিসেবে সামনের জায়গা পায় সেখানে হাছান ফকির একটি ৫ তলা বিল্ডিং ফাউন্ডেশন নিয়ে ৩২০০ ব:ফু: মধ্যে ২৪০০ ব:ফু: ২ তলা বিশিষ্ট বিল্ডিং করে। এই বিল্ডিংকে কেন্দ্র করে সম্পদের লোভে হাছান ফকিরকে তার ভাই ও স্ত্রী সর্বদা চাপ সৃষ্টি করত এবং তাকে বিল্ডিং ও জায়গাটুকু বিক্রি করতে বাধা দিত। যেহেতু পৌত্রিক সম্পত্তি সেহেতু হাছান বিক্রি করতে চাইলেও ভাইদের সহযোগীতা পেত না। এই বিষয়টি হাছান ফকির আমাদেরকে অবহিত করলে আমরা পাওনাদাররা তার পরিবারের সাথে বসলে তার পরিবার বলত বিল্ডিং বিক্রি করতে দিবো না কিন্তু পাওনাদারের পাওনা টাকা হিসেবে শীতলক্ষা ব্রীজ শেষাংসে না:গঞ্জের মুখের দিকে তাদের পৈত্রিক একটি জায়গা যার প্রায় ৭২ শতাংশ যার মধ্যে ২২ শতাংশ খাস ও ৫০ শতাংশ রের্কড অর্ন্তভুক্ত, ঐ জমিখানা বিক্রি করে পাওনাদারের টাকা পরিষোধ করবে। তার বিনিময়ে হাছান ফকিরের বিল্ডিং ও জায়গাখানা ভাইয়েরা ও স্ত্রী রেখে দিবে। জায়গা কেনার জন্য যখন কিছু পার্টি এগিয়ে আসে তখন ওদের ১১ জন ওয়ারিষদের মদ্যে কেউ কেউ বলে জায়গা বিক্রি করব না,কারন জানতে চাইলে তারা বলে ব্রীজ হলে নাকি দাম দ্বিগুন হবে তাই এখন জায়গা বিক্রি করব না। হাছান ফকির পুনরায় যখন বলে পাওনাদারদের টাকা পরিষোধ করতে হবে তাই আমি আমার বাড়ি বিক্রি করে দিব এতে পরিবারের সহযোগীতা চাই। তারপরও সম্পদের লোভের কারনে ভাইয়েরা ওকে কোন কিছু বুঝিয়ে দিত না। কারন হাছান ফকিরের কোন ওয়ারিশ নাই। সে মারা গেলে তার সকল সম্পদের মালিক হবে তার ভাই ও স্ত্রী। ০৩/১২/১৯ বিকালে মার্কেটের কিছু মানুষের কাছ থেকে আমরা জানতে পারি যে, আরেক পাওনাদার মামুন নামে যা হাছানের সম্পর্কিত আত্বীয় তার সাথে হাছানের কথার বাকবিতন্ডা হলে ২ জনের সাথে হাতাহাতি হয়। যেখানে মার্কেটের মানুষ অনেকেই দেখে। সেটা আপোষে তাদের দ¦ুয়ের মধ্যে কিছুক্ষন পরেই মিটে যায়। যেখানে আমদের কোনো উপস্থিতিই ছিল না। গত ৪/১২/১৯ তাং সকালে বিষয়টি জানার জন্য ফোন দিলে , সে বলে আমরা তাকে কোনো আঘাত করি নাই,মারি নাই, কোনো প্রকার অত্যাচার, করি নাই, পাওনাদার হিসেবে তোমরা টাকা চাইতেই পারো,যার পুরো কথপোকথনের রের্কড আমাদের কাছে আছে। গত ১০/১২/১৯ তারিখে সকালে আমরা সবাই জানতে পারি হাছান ফকির আত্বহত্যা করেছে এবং এটাকে অপমৃত্যু হিসেবে সদর থানায় তার পরিবারের মানুষ ১০/১২/১৯ তাং নথি করে। যার মামলা নং অপমৃত্য ২৫, তাং ১০/১২/১৯ । তারপর থেকে আমরা কেউ তাদের পরিবারের সাথে যোগাযোগ করি নাই। ঘটনার ৮ দিন পর হাছানের স্ত্রী আশা মনি পিংকী আমাদের ৩ জনের নামে ১৭/১২/১৯ তাং ৩০৬ ধারায় সদর থানায় একটি আত্বহত্য্যা প্ররোচনামুলক মামলা করে। যার মামলা নং ৪০। সেই মামলার অভিযোগে বলা হয় আমরা নাকি ১০ বছর যাবত ব্যবসায়িক লভ্যাংস নেই। এখানে আমি ব্যবসা শুরুই করি ২০১৫ সালের শেষের দিকে ও হাছান ফকিরের সাথে লেনদেন শুরু হয় ২০১৮ সালে তাহলে ১০ বছর যাবত কিভাবে হল?? তাছারা সেখানে সে উল্লেখ করেছে মে/ নাজমা ট্রেডার্স নামে লেনদেন করি কিন্তু আমার যত লেনদেন ও চেক সবই মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ নামে ও সৈয়দপুর ট্রেডার্স নামে, তাহলে নাজমা টেডর্স লেনদেন কিভাবে হয় ??? অভিযোগে আরো বলা হয় আমরা নাকি জোরর্পুবক সাক্ষর নিছি, তাহলে সবার নামে একাদিক চেকেও কি আমরা জোর করেছি?? ও তো শুধু আমাদেরকে নয় এছাড়া আরো অকেককে দেনা বাবদ চেক ও লিখিতভাবে ষ্টেটমেন্টও দিয়েছে। কারন তার দেয়ার পুর্ন সামর্থ্য ছিল বিধায় দিয়েছে। লেনদেনের সকল প্রমানাদীর ফাইল আমার কাছে আছে ও তা আপনার চাইলে দেখতেও পারেন। এছাড়া আরো উল্লেখ করা হয় যে, ০৩/১২/১৯ তাং নাকি আমরা ৩ জন মেরেছি, কিন্তু ঐ দিন হাতাহাতি হয়েছিল অন্যজনের সাথে সেখানে আমাদের নামকিভাবে আসে? এবং ০৪/১২/১৯ তাং হাছান ফকির নিজেই আমাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে যে, আমরা তাকে মারি নাই। তাহলে কিভাবে ০৩/১২/১৯ আমরা কিভাবে মারলাম??এখানে স্পষ্টই হয়ে উঠে আত্বীয়তার সম্পর্ক নষ্ট যাতে হয়ে না যায় সেই জন্য মামলা সাজানোর জন্য ঐ ব্যাক্তির জয়গায় আমাদের নাম ফাসিয়ে দেওয়া। মামলা প্রসজ্ঞে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলে পাওনা টাকার দ্বাবী ছেড়ে দিলে মামলা তুলে নিবে। মামলার পর থানার এস-আই আমদের বাসায় এসে তল্লাসী করে,যেখানে আমার পরিবারের সকলেই ভীতবিহবল হয়ে পরে। কারন আমার মা শারিরিক ও মানুষিকভাবে অসুস্থ তাহলে সাংবাদিকভাইদের মাধ্যমে আমার প্রশ্ন হল প্রশাশনিক র্কমর্কতাদের নিকটে যে, যদি আমি এই মামলায় জরিত থাকতামই তাহলে আমাদেরকে কেন ঘটনার দিন জরানো হল না? সাংবাদিকভাইদের মাধ্যমে আমার প্রশ্ন হল প্রশাশনিক র্কমর্কতাদের নিকট – যদি আমি এই মামলায় জরিত থাকতামই তাহলে মামলা না করে কেন অপমৃত্যু ফাইল হল? ০৩/১২/১৯ তাং যদি ঝগরা আমাদের সাথে হত তাহলে কথা ছিল,কিন্তু অই ঝগরা তো অন্য পাওনাদেরর সাথে হয়,য়ার প্রমানও আমাদের নিকট আছে। তাহলে আমাদেরকে কেন ষরযন্ত্র মুলক মামলা দেয়া হল??আমাদেরকে কেন হয়রানী করা হল??এবং সেই ঝগরার বিভাদের কারনে যদি আত্বহত্যা করত তাহলে সেটা অই দিনেই করত,কেন ১০ তারিখে করে?? আর তাছারা ঝগরা বিভাদ তো আর আমরা করি নাই।এছারা মামালার জামিনে বের হয়ে আসার পর ব্যবসায়িক মহল নিয়ে সামাজিক ভাবে বসতে চাইলে ওর ভাই সুলতান ফকির বলে টাকার দ্বাবী ছেরে দিলে মামলা তুলে নিব নাইলে জেল খাটানোর জন্য যা কিছু করার প্রয়োজন তাই করবো।

 

তাহলে এটা পুরো একটা মিথ্যা অপবাদ,ষরযন্ত্র,মামলা বলা কি যায় না?? টাকা সম্পদের লোভে যে ওর পরিবারের মানুষ মেরে ফেলেছে প্রশাশন ভাইয়েরা যদি তদন্ত করে তাহলে সত্য প্রকাষ হয়ে যাবে সেই জন্য আসল ঘটনা ধামাচাপা দেয়ার কারনে মিথ্যা ও সরযন্ত্রমুলক মামলা দিয়ে আমাদের নাম ফাসিয়ে দিয়েছে।

 

আপনাদের মাধ্যমে না:ঞ্জের এমপি , চেম্বার অব কমার্স, এসপি ও ডি-সি মহোদয়ের নিকট এবং নিতাইগঞ্জ ব্যবসাীয়ক মহলের নিকট আকুল আবেদন জানাই যে,আমাদের পাওনা টাকা ও হয়রানী মূলক মামলার সু-দৃষ্টি কামনা করছি।

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

» ইউপি নির্বাচনকে সামনে রেখে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

» আমতলীতে এমপি’কে গণসংবর্ধনা ও নব নির্বাচিত মেয়রের অভিষেক অনুষ্ঠিত!

» বন্দর উপজেলা আ’ লীগের সম্পাদক কাজিম উদ্দিনের মৃত্যুতে ফতুল্লা থানা আ’লীগের শোক

» শার্শায় সাংবাদিকের উপর হামলা, আহত- ২

» আমতলীতে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের আত্মহত্যা!

» আমতলীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান!

» ঈদের রাতে বরগুনায় ঘরে আগুন লেগে শিশুর মৃত্যু, দগ্ধ মা-বাবা

» শার্শায় চাঁদা না পেয়ে ক্লিনিক বন্ধ করে দেওয়ার হুমকি সাংবাদিকের : থানায় অভিযোগ

» ফতুল্লায় আজমীর ওসমানের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২০ এপ্রিল ২০২৪, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হয়রানীমুলক মামলা থেকে রক্ষা পেতে ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলা ও হয়রানী ও তা যথাযথ মুলক ব্যবস্থা গ্রহনের দাবীতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করলেন শহরের পাইকপাড়া এলাকার হাজী মো: আবু সাঈদ সিকদারের পরিবারের সদস্যরা। শনিবার ( ১৮ জানুয়ারী সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

হাজী মো.আবু সাইদ শিকদারের পরিবারের পক্ষে সাংবাদিকের মাঝে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কওে তার ছেলে মো: হোসেন সিকদার বলেন,আমার পিতা নিতাইগঞ্জের একজন বিশিষ্ট গম ব্যবসায়ী ছিলেন যার মালিক (মে/শাহজালার এন্টা: প্রা: নামে) ও ২ টি ময়দার মিলের মালিক ছিলেন (কোহিনুর ও রেডিয়াম ফ্লা: মিল নামে) । তারই ধারাবাহিকতায় এই মার্কেটের সাথে ধীর্ঘ অনেক দিন যাবত আমরা ভাইয়েরা এই ব্যবসায়ের সাথে জরিত। আমরা ৩ ভাই প্রত্যেকেই ব্যবসা বানিজ্য আলাদাভাবে পরিচালনা করে আসছি ও সরকারী ট্রেড লাইসেন্স ভুক্ত ও আয়কর প্রদান করে আসছি। ২০১৮ সালের মাঝামাঝি এই মার্কেটের একজন মিল ব্যবসায়ি (মেসার্স মক্কা-মদীনা ফ্লাওয়ার মিল) যার মালিক হাছান ফকির, এছারা (মেসার্স সৈয়দপুর ট্রেডার্স , মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ নামে) যার একক মালিক সৈয়দপুর ফকিরবাড়ি এাঅকার হাছান ফকির। আমরা ৩ ভাই ব্যবসায়িক সংক্রান্ত লেনদেন বাবদ প্রায় ৭০ লক্ষ পাওনা হই। যা তিনি পরিশোধ না করে উক্ত টাকার চেক সবাইকে আলাদাভাবে দিয়ে মার্কেট থেকে চলে যায়। যা মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ ও সৈয়দপুর ট্রেডার্স নামে। উক্ত চেকের মেয়াদ ৬ মাস পেরিয়ে গেলে আমরা ব্যবসায়িকভাবে তার সাথে সকল পাওনাদাররা বসি।তারপর সে ৩ মাস সময় নিয়ে একটি লিখিতভাবে ষ্টাম্পে যা সে মরে গেলেও তার ওয়ারিশদ্বয় তার জায়গা সম্পদ বিক্রি করে টাকা দিবে ও একটি চেকের (৭০ লক্ষ-মেসার্স শাহজালার এন্টারপ্রাইজ নামে সিকিওরিটি বাবদ) এর মাধ্যমে সবাইকে টাকা দিয়ে দিবে বলে আশ^স্ত করে। ৩ মাস পার হয়ে গেলে যখন চেকটি পাশ না হওয়ায় আমরা উক্ত ঐ-চেকের মাধ্যমে ডিস-অনার মামলা দিয়ে থাকি। যার মামলা নং সি-আর ৩৫৭/১৯। এই বিষয়টি তার পরিবারকে সকল পাওনাদাররা পারিবারিকভাবে জানানো হলে পরিবারের মানুষজন আমাদেরকে ও অন্যান্য পাওনাদারদের নিয়ে বাসায় বসে। সেখানেও তার পরিবারের সম্মুক্ষে সে তার জায়গা সম্পদ বিক্রি করে তার সামর্থ্য অনুযায়ী আমাদের ৪ জনকে (সুমন,জনি,হোসেন,দুলাল) ৫৫ লক্ষ টাকা (ছোট একটি কাগজে যা তার হতের লেখা ছিল) ১ মাসের মধ্যে দিবে বলে আশ্বস্ত প্রকাশ করে। সেই থেকে ৩ মাস পেরিয়ে গেলেও সে টাকা পরিষোধ করতে পারেনি। তারপর তার সাথে যোগাযোগ করা হলে সে বলে আমার জায়গা সম্পদ সবই এজমালি।পরিবারের অনেকের খামখেয়ালির কারনে জায়গাগুলো বিক্রি করা যাচ্ছে না। তারপর গত ০৫/০৯/১৯ এস-পি মহোদয়ের নিকট (হারূনুর রশিদ) বরাবর আবেদন জানানো হলে সে ডিবির মাধ্যমে তাকে ডেকে আনে। পরবর্তীতে সে ১০ দিনের সময় নিয়ে চলে যায়। মাস খানিক পর তার সাথে যোগাযোগ করা হলে সেই একই কথা জানায় যে, আমার জায়গা সম্পদ সবই এজমালি, পরিবারের অনেকের খামখেয়ালির কারনে জায়গাগুলো বিক্রি করা যাচ্ছে না। তাদের পরিবারের অনেকের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ কেউ কথার গুরূত্ব না দিয়ে এড়িয়ে যায়। আসে পাসের মানুষদের সাথে জানানো হলে সবাই বলে হাছান ফকির দেনা প্রায় ১-১.৫ কোটি। কিন্তু এজমালি ও ব্যাক্তিগতভাবে সম্পদের মালিক প্রায় ৩-৪ কোটি, তাহলে দেনা অর্ধেক দিয়ে দিলেও বাকী অর্ধেক থেকে যায়। কিন্তু তার সম্পদ এজমালী হওয়ার কারনে সে কোনো ভাবেই জায়গা সম্পদ বিক্রি করতে পারতেছে না। যেহেতু, হাছান ফকির বলে আমার জায়গা সম্পদ সবই এজমালি তাই পরিবারের অনেকের খামখেয়ালির কারনে জায়গাগুলো বিক্রি করা যাচ্ছে না সেহেতু, টাকা পাওনার বিষয়ে কয়েকদফা পাওনাদার হিসেবে তার ভাইদের বলা হয় যেন তাকে এজমালি সম্পদ আপনারা ভাগ করে দেন যাতে সে বিক্রি করে তার দেনাটুকু যাতে দিতে পারে। কিন্তু এতে ভাইদের ও তার স্ত্রী আশা মনি পিংকি তাকে কোনো ভাবেই সম্পদ আলাদা করে দিবে না। মুল কারন হাছান ফকিরের কোনো ছেলে মেয়ে নাই। হাছান ফকির পৌত্রিক ও বন্টন সুত্রে ফকির বারির সম্পদ একটি খসরা বন্টন নামা হয় যার মধ্যে হাছান ফকির ছোট ভাই হিসেবে সামনের জায়গা পায় সেখানে হাছান ফকির একটি ৫ তলা বিল্ডিং ফাউন্ডেশন নিয়ে ৩২০০ ব:ফু: মধ্যে ২৪০০ ব:ফু: ২ তলা বিশিষ্ট বিল্ডিং করে। এই বিল্ডিংকে কেন্দ্র করে সম্পদের লোভে হাছান ফকিরকে তার ভাই ও স্ত্রী সর্বদা চাপ সৃষ্টি করত এবং তাকে বিল্ডিং ও জায়গাটুকু বিক্রি করতে বাধা দিত। যেহেতু পৌত্রিক সম্পত্তি সেহেতু হাছান বিক্রি করতে চাইলেও ভাইদের সহযোগীতা পেত না। এই বিষয়টি হাছান ফকির আমাদেরকে অবহিত করলে আমরা পাওনাদাররা তার পরিবারের সাথে বসলে তার পরিবার বলত বিল্ডিং বিক্রি করতে দিবো না কিন্তু পাওনাদারের পাওনা টাকা হিসেবে শীতলক্ষা ব্রীজ শেষাংসে না:গঞ্জের মুখের দিকে তাদের পৈত্রিক একটি জায়গা যার প্রায় ৭২ শতাংশ যার মধ্যে ২২ শতাংশ খাস ও ৫০ শতাংশ রের্কড অর্ন্তভুক্ত, ঐ জমিখানা বিক্রি করে পাওনাদারের টাকা পরিষোধ করবে। তার বিনিময়ে হাছান ফকিরের বিল্ডিং ও জায়গাখানা ভাইয়েরা ও স্ত্রী রেখে দিবে। জায়গা কেনার জন্য যখন কিছু পার্টি এগিয়ে আসে তখন ওদের ১১ জন ওয়ারিষদের মদ্যে কেউ কেউ বলে জায়গা বিক্রি করব না,কারন জানতে চাইলে তারা বলে ব্রীজ হলে নাকি দাম দ্বিগুন হবে তাই এখন জায়গা বিক্রি করব না। হাছান ফকির পুনরায় যখন বলে পাওনাদারদের টাকা পরিষোধ করতে হবে তাই আমি আমার বাড়ি বিক্রি করে দিব এতে পরিবারের সহযোগীতা চাই। তারপরও সম্পদের লোভের কারনে ভাইয়েরা ওকে কোন কিছু বুঝিয়ে দিত না। কারন হাছান ফকিরের কোন ওয়ারিশ নাই। সে মারা গেলে তার সকল সম্পদের মালিক হবে তার ভাই ও স্ত্রী। ০৩/১২/১৯ বিকালে মার্কেটের কিছু মানুষের কাছ থেকে আমরা জানতে পারি যে, আরেক পাওনাদার মামুন নামে যা হাছানের সম্পর্কিত আত্বীয় তার সাথে হাছানের কথার বাকবিতন্ডা হলে ২ জনের সাথে হাতাহাতি হয়। যেখানে মার্কেটের মানুষ অনেকেই দেখে। সেটা আপোষে তাদের দ¦ুয়ের মধ্যে কিছুক্ষন পরেই মিটে যায়। যেখানে আমদের কোনো উপস্থিতিই ছিল না। গত ৪/১২/১৯ তাং সকালে বিষয়টি জানার জন্য ফোন দিলে , সে বলে আমরা তাকে কোনো আঘাত করি নাই,মারি নাই, কোনো প্রকার অত্যাচার, করি নাই, পাওনাদার হিসেবে তোমরা টাকা চাইতেই পারো,যার পুরো কথপোকথনের রের্কড আমাদের কাছে আছে। গত ১০/১২/১৯ তারিখে সকালে আমরা সবাই জানতে পারি হাছান ফকির আত্বহত্যা করেছে এবং এটাকে অপমৃত্যু হিসেবে সদর থানায় তার পরিবারের মানুষ ১০/১২/১৯ তাং নথি করে। যার মামলা নং অপমৃত্য ২৫, তাং ১০/১২/১৯ । তারপর থেকে আমরা কেউ তাদের পরিবারের সাথে যোগাযোগ করি নাই। ঘটনার ৮ দিন পর হাছানের স্ত্রী আশা মনি পিংকী আমাদের ৩ জনের নামে ১৭/১২/১৯ তাং ৩০৬ ধারায় সদর থানায় একটি আত্বহত্য্যা প্ররোচনামুলক মামলা করে। যার মামলা নং ৪০। সেই মামলার অভিযোগে বলা হয় আমরা নাকি ১০ বছর যাবত ব্যবসায়িক লভ্যাংস নেই। এখানে আমি ব্যবসা শুরুই করি ২০১৫ সালের শেষের দিকে ও হাছান ফকিরের সাথে লেনদেন শুরু হয় ২০১৮ সালে তাহলে ১০ বছর যাবত কিভাবে হল?? তাছারা সেখানে সে উল্লেখ করেছে মে/ নাজমা ট্রেডার্স নামে লেনদেন করি কিন্তু আমার যত লেনদেন ও চেক সবই মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ নামে ও সৈয়দপুর ট্রেডার্স নামে, তাহলে নাজমা টেডর্স লেনদেন কিভাবে হয় ??? অভিযোগে আরো বলা হয় আমরা নাকি জোরর্পুবক সাক্ষর নিছি, তাহলে সবার নামে একাদিক চেকেও কি আমরা জোর করেছি?? ও তো শুধু আমাদেরকে নয় এছাড়া আরো অকেককে দেনা বাবদ চেক ও লিখিতভাবে ষ্টেটমেন্টও দিয়েছে। কারন তার দেয়ার পুর্ন সামর্থ্য ছিল বিধায় দিয়েছে। লেনদেনের সকল প্রমানাদীর ফাইল আমার কাছে আছে ও তা আপনার চাইলে দেখতেও পারেন। এছাড়া আরো উল্লেখ করা হয় যে, ০৩/১২/১৯ তাং নাকি আমরা ৩ জন মেরেছি, কিন্তু ঐ দিন হাতাহাতি হয়েছিল অন্যজনের সাথে সেখানে আমাদের নামকিভাবে আসে? এবং ০৪/১২/১৯ তাং হাছান ফকির নিজেই আমাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে যে, আমরা তাকে মারি নাই। তাহলে কিভাবে ০৩/১২/১৯ আমরা কিভাবে মারলাম??এখানে স্পষ্টই হয়ে উঠে আত্বীয়তার সম্পর্ক নষ্ট যাতে হয়ে না যায় সেই জন্য মামলা সাজানোর জন্য ঐ ব্যাক্তির জয়গায় আমাদের নাম ফাসিয়ে দেওয়া। মামলা প্রসজ্ঞে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলে পাওনা টাকার দ্বাবী ছেড়ে দিলে মামলা তুলে নিবে। মামলার পর থানার এস-আই আমদের বাসায় এসে তল্লাসী করে,যেখানে আমার পরিবারের সকলেই ভীতবিহবল হয়ে পরে। কারন আমার মা শারিরিক ও মানুষিকভাবে অসুস্থ তাহলে সাংবাদিকভাইদের মাধ্যমে আমার প্রশ্ন হল প্রশাশনিক র্কমর্কতাদের নিকটে যে, যদি আমি এই মামলায় জরিত থাকতামই তাহলে আমাদেরকে কেন ঘটনার দিন জরানো হল না? সাংবাদিকভাইদের মাধ্যমে আমার প্রশ্ন হল প্রশাশনিক র্কমর্কতাদের নিকট – যদি আমি এই মামলায় জরিত থাকতামই তাহলে মামলা না করে কেন অপমৃত্যু ফাইল হল? ০৩/১২/১৯ তাং যদি ঝগরা আমাদের সাথে হত তাহলে কথা ছিল,কিন্তু অই ঝগরা তো অন্য পাওনাদেরর সাথে হয়,য়ার প্রমানও আমাদের নিকট আছে। তাহলে আমাদেরকে কেন ষরযন্ত্র মুলক মামলা দেয়া হল??আমাদেরকে কেন হয়রানী করা হল??এবং সেই ঝগরার বিভাদের কারনে যদি আত্বহত্যা করত তাহলে সেটা অই দিনেই করত,কেন ১০ তারিখে করে?? আর তাছারা ঝগরা বিভাদ তো আর আমরা করি নাই।এছারা মামালার জামিনে বের হয়ে আসার পর ব্যবসায়িক মহল নিয়ে সামাজিক ভাবে বসতে চাইলে ওর ভাই সুলতান ফকির বলে টাকার দ্বাবী ছেরে দিলে মামলা তুলে নিব নাইলে জেল খাটানোর জন্য যা কিছু করার প্রয়োজন তাই করবো।

 

তাহলে এটা পুরো একটা মিথ্যা অপবাদ,ষরযন্ত্র,মামলা বলা কি যায় না?? টাকা সম্পদের লোভে যে ওর পরিবারের মানুষ মেরে ফেলেছে প্রশাশন ভাইয়েরা যদি তদন্ত করে তাহলে সত্য প্রকাষ হয়ে যাবে সেই জন্য আসল ঘটনা ধামাচাপা দেয়ার কারনে মিথ্যা ও সরযন্ত্রমুলক মামলা দিয়ে আমাদের নাম ফাসিয়ে দিয়েছে।

 

আপনাদের মাধ্যমে না:ঞ্জের এমপি , চেম্বার অব কমার্স, এসপি ও ডি-সি মহোদয়ের নিকট এবং নিতাইগঞ্জ ব্যবসাীয়ক মহলের নিকট আকুল আবেদন জানাই যে,আমাদের পাওনা টাকা ও হয়রানী মূলক মামলার সু-দৃষ্টি কামনা করছি।

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD