সিদ্ধিরগঞ্জে গ্যাসের লাইনের লিকেজ থেকে ড্রেনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ২৭ (জানুয়ারী) দুপুরে নাসিক সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির পাশের ড্রেনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে এ অগ্রিকান্ডের সূত্রপাত বলে জানিয়েছেন আদমজী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আব্দুল হাই ।
সিদ্ধিরগঞ্জের আদমজী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আব্দুল হাই জানান, দুপুর ২টায় ড্রেনের মধ্যে আগুন থেকে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে আমাদের ২টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। বড় ধরনের বিস্ফোরণ থেকে এলাকাবাসী রক্ষা পেয়েছেন। পরে তিতাস গ্যাসের লোকজনকে খবর দিয়ে লিকেজ হওয়ার গ্যাসের পাইপ লাইন মেরামতের ব্যবস্থা করা হয়। এলাকাবাসী জানায়, নাসিক ১ নং ওয়ার্ডের শাপলা চত্বর, হিরাঝিলসহ আশপাশের এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে এমন দুর্ঘটনা কিছু দিন পর পর ঘটছে। এলাকাবাসী এ ব্যপারে তিতাস গ্যাস অফিসে ফোনে অভিযোগ করলেও গ্যাস পাইপগুলোর লিকেজ ঠিক করা হয়নি।




















