নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ১৫ টি ওয়ার্ড ও সদর উপজেলার অলিগলিসহ পাড়া মহল্লায় বখাটেদের উৎপাত, চুরি, ছিনতাই, ইভটিজিং, অযাথা আড্ডা বা যে কোন অপরাধ হলে সাথে সাথে নাগরিকদের থানায় অথবা তিন ওসির নম্বরে ফোন দিয়ে জানাতে আহবান জানিয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম।
শুক্রবার রাতে থানায় সূধী জনদের সাথে বিশেষ বৈঠকে অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম আরো জানান, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা পুলিশ জনতাকে নিরাপত্তা দিতে সকল অফিসার নিরলস কাজ করে যাচ্ছেন।
পৌর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। আপনারা সকলে পুলিশকে সহযোগিতা করবেন। কারণ জনতাই পুলিশ, পুলিশই জনতা। যে কোন অভিযোগ দিতে মোবাইল নম্বরে অথবা সরাসরি থানায় দিতে পারবেন।মোবাইল-ওসি-01713373819(০১৭১৩৩৭৩৮১৯), ওসি অপারেশন-01741700778, ওসি ডিবি-01713373824.