মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা

শেয়ার করুন...

নজরুল ইসলাম সুজন :- ভালোবাসা একটি মানবিক অনুভূতি। বলা যায় আবেগকেন্দ্রিক অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায়না। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিস্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা ইত্যাদি। আরো সঠিকভাবে বলতে গেলে, যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে এমনকি কোন কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এটাই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা।

 

“আদৌ রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়। চাঁদ হয়ে রব আকাশের গায়।” লাইনটি জাতীয় কবি কাজী নজরুলের গানের একটি অংশ। প্রকৃত পৃথিবীর সব সাহিত্য ডুবে আছে ভালোবাসা নিয়ে কাব্য-মহাকাব্য কবিতা গান আর উপন্যাসের অতলান্তে। যুগে যুগে ভালোবাসা নিবেদন হয়েছে কত নিয়মে তার কোন ইয়াত্তা নেই। ভালোবাসার ক্ষেত্রেও এসছে কত পরিবর্তন, এসেছে আধুনিকতার ছোঁয়া। ডঃ শহিদুল্লাহ বলেছেন, মা, মাটি ও মানুষের প্রতি যার ভালোবাসা রয়েছে তিনিই প্রকৃত মানুষ।

 

প্রথম যুগে চিঠির মাধ্যমে জানানো হতো ভালোবাসার নিবেদন। তখন দেশের বন্ধু বা প্রিয়জন তার প্রিয়তমকে চিঠির মাধ্যমে ভালোবাসার কথা জানানো হতো। এক সময় কৃষক শ্রমিক রাখালের সুরেলা কণ্ঠে এসব গানই শোনা যেত, কিন্তু কালের পরিক্রমায় ডিজিটাল জামানায় শোনা যায় পশ্চিমা ধাঁচের ব্যান্ডের আগমনের ফলে চাপা পড়তে থাকে কৃষকের সেই সুরেলা কন্ঠ। চিঠি লেখা যেভাবে ইতিহাসের মলাটে বন্দি হয়ে গেছে, সেভাবে চিঠি সংক্রান্ত জনপ্রিয় গানও ইতিহাসের মলাটেই বন্দি হওয়ার পথে।

 

এককালে দেশ-বিদেশে স্বজনদের সঙ্গে যোগাযোগ ও কুশল বিনিময়ের সর্বোত্তম ও বহুল প্রচলিত জনপ্রিয় মাধ্যম হিসেবে চিঠি লেখার এবং চিঠি আদান-প্রদানের ঐতিহ্যবাহী রেওয়াজ ছিল বাংলাদেশের ঘরে ঘরে।

 

জানা যায়, প্রাচীন আমলের রাজা-বাদশাহরাও দূত মারফত বিভিন্ন রাষ্ট্র, সরকারপ্রধান বা অধীনস্থ রাজ্য প্রধানদের সঙ্গে একমাত্র চিঠির মাধ্যমে যোগাযোগ রাখতেন বলে ইতিহাস থেকে জানা যায়। ডিজিটাল এ জামানায় বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে বর্তমানে ইন্টারনেট, ই-মেইল, ভয়েস মেইল, চ্যাটিং, ফোন ও মোবাইলের যুগে আজ তা ক্রমেই হারিয়ে যাচ্ছে। জাদুঘরের বন্ধ খাঁচার দিকে ক্রমেই ধাবমান আর ইতিহাসের পাতায় বন্দি হওয়ার মতো অবস্থা। ই-মেইল, ফেসবুক, টুইটার, এসএমএস, মাল্টিমিডিয়া মেসেজ, ফ্লাশ মেসেজ, অডিও মেসেজ, টেলিকানেকশন ও মোবাইলের জয়-জয়কারে দেশ-বিদেশের স্বজনদের সঙ্গে পত্র যোগাযোগ এখন সেকেলে মডেলে পরিণত হয়েছে। এই ক’বছর আগেও সিলেটসহ সারা দেশেই পোস্ট অফিসের ডাকপিয়নের কদর ছিল আকাশচুম্বি। ডাকঘর খোলার অনেক আগে থেকেই সর্বসাধারণের দারুণ ভিড় দেখা যেত পোস্ট অফিসের আঙ্গিনায়। অনেকেই বসে বসে প্রতীক্ষার প্রহর গুনতেন, কবে কখন আসবেন ডাকপিয়ন। ডাকপিয়ন এসে অফিস খোলার পরই ডাকে আসা চিঠি বের করে সিল মেরে এক-একটি চিঠি হাতে নিয়ে এয়ারলেটার বা খামের ওপর উল্লি¬খিত প্রাপকের নাম ধরে ধরে উচ্চস্বরে ডাকতেন। তখন সেখানে উপস্থিত লোকজন নিজ নিজ চিঠি, আত্মীয়দের চিঠি বা পাশের বাড়ির চিঠি নিজ হাতে সমঝে নিয়ে যেতেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর চিঠি খুলে সবাই খুশিতে জড়ো হয়ে পড়া শুনতেন। পড়া জানা না থাকলে পাশের বাড়ির কোনো পড়া জানাশোনা ব্যক্তির কাছে গিয়ে চিঠি পড়া শুনে তার মর্ম অবগত হতেন। সমস্যা হতো স্বামী কর্তৃক স্ত্রীকে দেয়া চিঠি পড়াতে বা স্ত্রী কর্তৃক স্বামীকে দেয়া চিঠি লেখাতে। তখন পাঠক বা লেখক খোঁজা হতো নিতান্ত আপনজনকে। কারণ স্বামী স্ত্রীকে যে মধুমাখা আবেগ দ্বারা চিঠি দিতেন তা সবার দ্বারা পাঠ করানো সম্ভব হতো না এজন্য যে, এতে স্ত্রীর লাজ-শরমের একটা ব্যাপার-স্যাপার আছে। আগেকার যুগে পাড়া-মহল্লায় চিঠি লেখকদের যথেষ্ট কদর ছিল। যারা চিঠি লেখাতেন বা পাঠ করাতেন তারা এদেরকে সব সময় সমীহ করে চলতেন এবং সময়-সুযোগ মতো দাওয়াতও খাওয়াতেন। প্রেরক চিঠি লেখকের বাড়ি বার বার হানা দিতেন একটা চিঠি লেখানোর জন্য। চিঠি লেখক ব্যস্ত থাকলে বলতেন পরে সুবিধাজনক সময়ে আসতে। এভাবে অনেক সময় চিঠি লেখকের বাড়িতে বার বার চক্কর দিয়ে অনুনয়-বিনয় করতে হতো একটি চিঠি লেখানোর জন্য।

 

আগেকার যুগে প্রেমিক-প্রেমিকার যোগাযোগ বা প্রেম নিবেদনের সবচেয়ে জনপ্রিয় ও বহুলপ্রচলিত মাধ্যমও ছিল চিঠি আদান-প্রদান। মুখ ফুটে সরাসরি প্রেমের আবেদন জানানোর সাহস না করে চিঠির মাধ্যমে প্রেম নিবেদন করে অপেক্ষার প্রহর গোনা হতো প্রতিউত্তরের। এতে নানা ধরনের মুখরোচক ও আবেগময় লেখা থাকত। প্রেমের চিঠি আদান-প্রদানের সময় বন্ধু বা বান্ধবীর প্রতিবেশী বা সমমনা বন্ধু-বান্ধব অথবা বাড়ির ছোট ছোট ইচড়েপাকা কিশোর-কিশোরীকে ব্যবহার করা হতো এবং এ কাজের জন্য তাদের নানান ধরনের পুরস্কারেও ভূষিত করা হতো। প্রেমিক বা প্রেমিকা চিঠি পেয়ে সাড়া দিলে তখনি চিঠির উত্তর দিয়ে চিঠি চালাচালির মাধ্যমে প্রেমের প্রথম পর্ব শুরু হতো। আবার অনেকে প্রেম প্রত্যাখ্যান করলে চিঠি ছিঁড়ে বা পুড়িয়ে ফেলত। বাহকের কাছ থেকে যে কোনোভাবে জায়গামতো না গিয়ে অভিভাবক বা মুরব্বি কারও হাতে চিঠি গেলে বিচার-আচার কিংবা ঝগড়াঝাটি-মারামারিও হতো। অনেকেই নিজে চিঠি লেখার বা লেখানোর পরও বার বার পাঠ করে শুনতেন বা শোনাতেন যাতে কোনো তথ্য অসম্পূর্ণ না থাকে। চিঠি লেখার কলাকৌশল, উন্নত ও আবেগময় ভাষা শেখার জন্য বাজারে রং-বেরঙের ছোট ছোট বইয়ের কদর ছিল আকাশচুম্বী।

 

রবীন্দ্রনাথের কাবলীওয়ালা গল্পে কাবলীওয়ালার শার্টের পকেট থেকে সাদা কাগজে তার ছোট্ট মেয়ের হাতের দীর্ঘদিন বুক পকেটে জড়িয়ে রেখেছে। এখানে সন্তানের প্রতি সারা পৃথিবীর পিতৃ হৃদয়ের ভালোবাসার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

 

নব্বই দশকের আগে থেকেই দেশের প্রতিটি জেলা সদর এবং পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলা সদরে ডিজিটাল টেলিফোন ব্যবস্থার সুবাদে

 

সর্বশেষ সংবাদ



» কলাপাড়ায় বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের ডোর-টু-ডোর ক্যাম্পেইন শুরু

» নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা

» ফতুল্লায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ইউপি মেম্বার মাসুদের বিরুদ্ধে

» শামীম ওসমানের বডিগার্ড জিতু এখন শাহ আলমের ব্যক্তিগত সহকারী!

» আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

» জরিমানার টাকা না দিলে প্রবেশপত্র দেয়না ফতুল্লার দাপা-আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ!

» জমি ও অর্থ আত্মসাতের অভিযোগে আক্তার-সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

» এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষ থেকে বকশীগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

» বকশীগঞ্জে পৌর ছাত্রদল নেতা সিয়াম সিদ্দিকীর পক্ষ থেকে ফুটবল প্রেমিদের মাঝে ফুটবল উপহার বিতরন

» দেশজুড়ে আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লায় বিএনপির বিক্ষোভ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা

শেয়ার করুন...

নজরুল ইসলাম সুজন :- ভালোবাসা একটি মানবিক অনুভূতি। বলা যায় আবেগকেন্দ্রিক অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায়না। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিস্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা ইত্যাদি। আরো সঠিকভাবে বলতে গেলে, যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে এমনকি কোন কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এটাই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা।

 

“আদৌ রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়। চাঁদ হয়ে রব আকাশের গায়।” লাইনটি জাতীয় কবি কাজী নজরুলের গানের একটি অংশ। প্রকৃত পৃথিবীর সব সাহিত্য ডুবে আছে ভালোবাসা নিয়ে কাব্য-মহাকাব্য কবিতা গান আর উপন্যাসের অতলান্তে। যুগে যুগে ভালোবাসা নিবেদন হয়েছে কত নিয়মে তার কোন ইয়াত্তা নেই। ভালোবাসার ক্ষেত্রেও এসছে কত পরিবর্তন, এসেছে আধুনিকতার ছোঁয়া। ডঃ শহিদুল্লাহ বলেছেন, মা, মাটি ও মানুষের প্রতি যার ভালোবাসা রয়েছে তিনিই প্রকৃত মানুষ।

 

প্রথম যুগে চিঠির মাধ্যমে জানানো হতো ভালোবাসার নিবেদন। তখন দেশের বন্ধু বা প্রিয়জন তার প্রিয়তমকে চিঠির মাধ্যমে ভালোবাসার কথা জানানো হতো। এক সময় কৃষক শ্রমিক রাখালের সুরেলা কণ্ঠে এসব গানই শোনা যেত, কিন্তু কালের পরিক্রমায় ডিজিটাল জামানায় শোনা যায় পশ্চিমা ধাঁচের ব্যান্ডের আগমনের ফলে চাপা পড়তে থাকে কৃষকের সেই সুরেলা কন্ঠ। চিঠি লেখা যেভাবে ইতিহাসের মলাটে বন্দি হয়ে গেছে, সেভাবে চিঠি সংক্রান্ত জনপ্রিয় গানও ইতিহাসের মলাটেই বন্দি হওয়ার পথে।

 

এককালে দেশ-বিদেশে স্বজনদের সঙ্গে যোগাযোগ ও কুশল বিনিময়ের সর্বোত্তম ও বহুল প্রচলিত জনপ্রিয় মাধ্যম হিসেবে চিঠি লেখার এবং চিঠি আদান-প্রদানের ঐতিহ্যবাহী রেওয়াজ ছিল বাংলাদেশের ঘরে ঘরে।

 

জানা যায়, প্রাচীন আমলের রাজা-বাদশাহরাও দূত মারফত বিভিন্ন রাষ্ট্র, সরকারপ্রধান বা অধীনস্থ রাজ্য প্রধানদের সঙ্গে একমাত্র চিঠির মাধ্যমে যোগাযোগ রাখতেন বলে ইতিহাস থেকে জানা যায়। ডিজিটাল এ জামানায় বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে বর্তমানে ইন্টারনেট, ই-মেইল, ভয়েস মেইল, চ্যাটিং, ফোন ও মোবাইলের যুগে আজ তা ক্রমেই হারিয়ে যাচ্ছে। জাদুঘরের বন্ধ খাঁচার দিকে ক্রমেই ধাবমান আর ইতিহাসের পাতায় বন্দি হওয়ার মতো অবস্থা। ই-মেইল, ফেসবুক, টুইটার, এসএমএস, মাল্টিমিডিয়া মেসেজ, ফ্লাশ মেসেজ, অডিও মেসেজ, টেলিকানেকশন ও মোবাইলের জয়-জয়কারে দেশ-বিদেশের স্বজনদের সঙ্গে পত্র যোগাযোগ এখন সেকেলে মডেলে পরিণত হয়েছে। এই ক’বছর আগেও সিলেটসহ সারা দেশেই পোস্ট অফিসের ডাকপিয়নের কদর ছিল আকাশচুম্বি। ডাকঘর খোলার অনেক আগে থেকেই সর্বসাধারণের দারুণ ভিড় দেখা যেত পোস্ট অফিসের আঙ্গিনায়। অনেকেই বসে বসে প্রতীক্ষার প্রহর গুনতেন, কবে কখন আসবেন ডাকপিয়ন। ডাকপিয়ন এসে অফিস খোলার পরই ডাকে আসা চিঠি বের করে সিল মেরে এক-একটি চিঠি হাতে নিয়ে এয়ারলেটার বা খামের ওপর উল্লি¬খিত প্রাপকের নাম ধরে ধরে উচ্চস্বরে ডাকতেন। তখন সেখানে উপস্থিত লোকজন নিজ নিজ চিঠি, আত্মীয়দের চিঠি বা পাশের বাড়ির চিঠি নিজ হাতে সমঝে নিয়ে যেতেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর চিঠি খুলে সবাই খুশিতে জড়ো হয়ে পড়া শুনতেন। পড়া জানা না থাকলে পাশের বাড়ির কোনো পড়া জানাশোনা ব্যক্তির কাছে গিয়ে চিঠি পড়া শুনে তার মর্ম অবগত হতেন। সমস্যা হতো স্বামী কর্তৃক স্ত্রীকে দেয়া চিঠি পড়াতে বা স্ত্রী কর্তৃক স্বামীকে দেয়া চিঠি লেখাতে। তখন পাঠক বা লেখক খোঁজা হতো নিতান্ত আপনজনকে। কারণ স্বামী স্ত্রীকে যে মধুমাখা আবেগ দ্বারা চিঠি দিতেন তা সবার দ্বারা পাঠ করানো সম্ভব হতো না এজন্য যে, এতে স্ত্রীর লাজ-শরমের একটা ব্যাপার-স্যাপার আছে। আগেকার যুগে পাড়া-মহল্লায় চিঠি লেখকদের যথেষ্ট কদর ছিল। যারা চিঠি লেখাতেন বা পাঠ করাতেন তারা এদেরকে সব সময় সমীহ করে চলতেন এবং সময়-সুযোগ মতো দাওয়াতও খাওয়াতেন। প্রেরক চিঠি লেখকের বাড়ি বার বার হানা দিতেন একটা চিঠি লেখানোর জন্য। চিঠি লেখক ব্যস্ত থাকলে বলতেন পরে সুবিধাজনক সময়ে আসতে। এভাবে অনেক সময় চিঠি লেখকের বাড়িতে বার বার চক্কর দিয়ে অনুনয়-বিনয় করতে হতো একটি চিঠি লেখানোর জন্য।

 

আগেকার যুগে প্রেমিক-প্রেমিকার যোগাযোগ বা প্রেম নিবেদনের সবচেয়ে জনপ্রিয় ও বহুলপ্রচলিত মাধ্যমও ছিল চিঠি আদান-প্রদান। মুখ ফুটে সরাসরি প্রেমের আবেদন জানানোর সাহস না করে চিঠির মাধ্যমে প্রেম নিবেদন করে অপেক্ষার প্রহর গোনা হতো প্রতিউত্তরের। এতে নানা ধরনের মুখরোচক ও আবেগময় লেখা থাকত। প্রেমের চিঠি আদান-প্রদানের সময় বন্ধু বা বান্ধবীর প্রতিবেশী বা সমমনা বন্ধু-বান্ধব অথবা বাড়ির ছোট ছোট ইচড়েপাকা কিশোর-কিশোরীকে ব্যবহার করা হতো এবং এ কাজের জন্য তাদের নানান ধরনের পুরস্কারেও ভূষিত করা হতো। প্রেমিক বা প্রেমিকা চিঠি পেয়ে সাড়া দিলে তখনি চিঠির উত্তর দিয়ে চিঠি চালাচালির মাধ্যমে প্রেমের প্রথম পর্ব শুরু হতো। আবার অনেকে প্রেম প্রত্যাখ্যান করলে চিঠি ছিঁড়ে বা পুড়িয়ে ফেলত। বাহকের কাছ থেকে যে কোনোভাবে জায়গামতো না গিয়ে অভিভাবক বা মুরব্বি কারও হাতে চিঠি গেলে বিচার-আচার কিংবা ঝগড়াঝাটি-মারামারিও হতো। অনেকেই নিজে চিঠি লেখার বা লেখানোর পরও বার বার পাঠ করে শুনতেন বা শোনাতেন যাতে কোনো তথ্য অসম্পূর্ণ না থাকে। চিঠি লেখার কলাকৌশল, উন্নত ও আবেগময় ভাষা শেখার জন্য বাজারে রং-বেরঙের ছোট ছোট বইয়ের কদর ছিল আকাশচুম্বী।

 

রবীন্দ্রনাথের কাবলীওয়ালা গল্পে কাবলীওয়ালার শার্টের পকেট থেকে সাদা কাগজে তার ছোট্ট মেয়ের হাতের দীর্ঘদিন বুক পকেটে জড়িয়ে রেখেছে। এখানে সন্তানের প্রতি সারা পৃথিবীর পিতৃ হৃদয়ের ভালোবাসার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

 

নব্বই দশকের আগে থেকেই দেশের প্রতিটি জেলা সদর এবং পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলা সদরে ডিজিটাল টেলিফোন ব্যবস্থার সুবাদে

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD