নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইলে যুবলীগ ক্যাডার আক্তার ও সুমনের বিরুদ্ধে প্রতারনামূলক জমি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবআইলস্থ নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আল আমিন ও তার পরিবারের সদস্যরা। তারা জানান, আক্তার ও সুমন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছে। জমি-বাড়ি সংক্রান্ত বিরোধে জোরপূর্বক অর্থ আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দাপট দেখানোর মতো অভিযোগও তুলে ধরা হয়।
আলাআমিন চিশতি জানান তার বাবা মরহুম হাজী আউয়াল চিশতি।
সে তার বাবার একমাত্র পুত্র সন্তান। মরহুম হাজী আলাউদ্দিন বড় চাচা। বাবার রেখে যাওয়া ১০ কয়েক কোটি টাকা মূল্যমানের ১১০ শতাংশ জমি প্রতারনা করে লিখে নেয় আমার বড় চাচার দুই সন্তান আক্তার ও সুমন। জমির মূল্য বাবদ টাকা দেওয়ার কথা বললে ও পরবর্তীতে সে টাকা ফেরৎ চাইতে গেলে আমাকে মারধর সহ পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরন করে। লালখা এলাকায় রেখে যাওয়া আমাদের খানকার জমি,বন্ধ হয়ে যাওয়া রোলিং মিলের জায়গা,শীতলক্ষ্যার মাঠে আমার বাবার রেখে যাওয়া জমি প্রতারনা করে লিখে নিয়ে যায় আক্তার ও সুমন। এমনকি তার বাবার দাফনকৃত কবরস্থানের জায়গাটুকুও প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করেছে আক্তার ও সুমন।
যা নিরপেক্ষ ভাবে তদন্ত করলে সকল সত্য প্রকাশ পাবে। আক্তার ও সুমনের কূট চালের শিকার আমি একাই না। আমাদের আতœীয়-স্বজনদের অনেকের সম্পত্তিই আত্মসাৎ করেছে আক্তার ও সুমন। ভয়ে কেউ প্রতিবাদ করেনা। হাসিনা সরকারের শাসনামলে শামীম ওসমানের শ্যালক নিপুর ব্যবসায়ীক অংশীদার ও আস্থাভাজন হিসেব পরিচয়ে আক্তার এবং সুমন এ সকল অপকর্ম করে আমাদের কোটি কোটি টাকা মূল্যের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিঃস্ব করে দিয়েছে। ফলে আমাদের সংসার পরিচালনা কস্টসাধ্য হয়ে পরায় আমি আমার জমির টাকা চাইতে গেলে তারা আমাদের ভয়ভীতি প্রদর্শন সহ বাড়ীর গেইটে তালাবদ্ধ করে রাখে। সাম্প্রতিক সময়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলায় সুমনকে পুলিশ গ্রেফতার করে।
এ ঘটনায় সুমনের স্ত্রী আমাকে দোষারোপ করে গালমন্দসহ রোববার দুপুরে বাড়ীর গেইটে তালাবদ্ধ করে রাখে। সে সময় আমি বাড়ীর বাইরে ছিলাম। বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরে আমি বাড়ীতে গিয়ে তালা মারার কারন জিজ্ঞেস করলে সুমনের স্ত্রী গালমন্দ করে কলপসেবল গেইটের তালা খুলে দেয়। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এবং আমার পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। কারন তারা খুবই প্রভাবশালী। টাকার বিনিময়ে তারা যেকোন সময় যেকোন কিছু করতে পারে।
আওয়ামী সরকারের শাসনামলে তারা আমার যে জমি আমার নিকট থেকে প্রতারনার মাধ্যমে লিখে নিয়ে গেছে এবং জমি বিক্রির টাকা আত্মসাৎ করেছে তা ফিরে আমি প্রশাসনের নিরপেক্ষ তদন্ত সহ হস্তক্ষেপ দাবী করছি একই সাথে আমাদের জীবনের নিরাপত্তার দাবী করছি।
তিনি আরও বলেন,বিগত দিনে এরা ডাইং ব্যবসায়ী সোলেয়মান, বীর মুক্তিযোদ্ধা গিয়াসকে হত্যা করেছে। কালু নামের একজন কে হত্যা করে এলাকাবাসীর নামে মিথ্যে মামলা দিয়ে তাদের সম্পত্তিও আত্মসাৎ করেছে। সাধারন মানুষের সম্পদের আত্মসাতের পাশাপাশি এরা এখন আমাদের অর্থ, সম্পত্তি আত্মসাৎ করেছে।
তিনি বলেন,আমি আমার সম্পত্তি বুঝে পেতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর লিখিতভাবে আবেদন করবো যে,তাদের সার্বিক হস্তক্ষেপের মাধ্যমে আমি আমার সমস্ত সম্পত্তি ফিরে পেতে পারি।
আওয়ামী সরকারের শাসনামলে তারা আমার যে জমি আমার নিকট থেকে প্রতারনার মাধ্যমে লিখে নিয়ে গেছে এবং জমি বিক্রির টাকা আত্মসাৎ করেছে তা ফিরে আমি প্রশাসনের নিরপেক্ষ তদন্ত সহ হস্তক্ষেপ দাবী করছি একই সাথে আমাদের জীবনের নিরাত্তার দাবী করছি।





















