নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : – চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আ আ ম মেসবাহুল হক(বাচ্চু ডাক্তার)এর একুশে পদক(মরণোত্তর) প্রাপ্তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
২৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর সংলগ্ন মুজিব মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এজেড এম নূরুল হক,পুলিশ সুপার এ ইচ এম আব্দুর রকিব বিপিএম পিপিএম (বার), বাচ্চু ডাক্তারের কণ্যা মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.শংকর কুমার কন্ডু,নবাবগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ (অবসর প্রাপ্ত) সুলতানা রাজিয়া,নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মানোয়ারা খাতুন,ছাত্রনেতা মেসবাহুল শাকের জ্যোতি,বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলীসহ অনান্যরা।





















