সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ- জালকড়ি হাই স্কুল এন্ড কলেজ গভনিং বডির সভাপতি এস এম কামাল হোসেন বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আসে পড়ালেখা করে মানুষ হওয়ার জন্য। ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য, সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে জালকড়ি হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন এসময় তিনি আরো বলেন, লেখাপড়া ছাড়া কোন জাতি সামনে অগ্রসর হতে পারে না। পাঠ্যপুস্তক দিয়ে কখনো ভালো ফলাফল করা যায় না। বর্তমানে যে শিক্ষা পদ্ধতি, এতে পাঠ্যপুস্তক মুখস্ত করার কোন সুযোগ নেই। পাঠপুস্তকের পাশাপাশি অনেক আউট নলেজ অর্জন করতে হবে। এতে শিক্ষার্থীরা যেখানেই যাক, ভালো করবে। জালকড়ি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কো-অপ্ট সদস্য বদিউজ্জামান বদু, দাতা সদস্য জাকির হোসেন, অভিভাবক সদস্য জাহাঙ্গির আলম, আফাজউদ্দিন ও জালকড়ি হাই স্কুল এন্ড কলেজের সহ-কারী প্রধানশিক্ষক মোশারফ হোসেন প্রমূখ।