প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ার হতদরিদ্র মানুষে বাড়ি বাড়ি রাতের আধারে খাদ্য সামগ্রীর ব্যাগ পৌছে দিচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোবারক হোসেন।
১ এপ্রিল বুধবার রাতের আধারে ১নং ওয়ার্ডের দাপার ইদ্রাকপুর ও ৮ নং ওয়ার্ডের পিলকুনীর প্রতিটি পাড়া মহল্লার হতদরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন।
বর্তমানে এ দূর্যোগ মুহুর্ত্বে এমপির উদ্যোগে এমন জনহিতকর কাজে ফতুল্লাবাসী তার প্রশংসা করেছেন। এ সময় মোবারক হোসেন বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস আজ মহামারিতে রুপ নিয়েছে। এর থেকে পরিত্রান পেতে সবাইকে সচেতন হতে হবে। সারাদেশে করোনা প্রতিরোধে আ.লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃর্ত্বে সবাই মাঠে নেমে পড়েছেন। তিনি আরো বলেন, দেশের মানুষেরা এসময়ে কর্ম হারিয়ে দূর্বিসহ জীবন পার করছেন। এ মূহুর্ত্বে অহসায় ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য নিয়ে পাশে দাড়াতে হবে। এজন্য সরকারের পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা শান্ত, অনিক,আলামিন,মিলন,নুহিন, হাসান প্রমুখ।





















