নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহিউদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।
নিহত মহিউদ্দিন ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকার মৃত.আলেক চাঁন বেপারীর বড় ছেলে। তিনি ইটভাটার ব্যবসায়ী ছিলেন।
এদিকে এ মৃত্যুর সংবাদের পর ফতুল্লা মডেল থানার পক্ষ থেকে মহিউদ্দিনের বাড়িটিকে লক ডাউন করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ এর মোবাইল ফোনে কল করা হলে তিনি তার মুঠো ফোনটি রিসিভ করেননি।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মহিউদ্দিনের বাড়ি প্রশাসনের পক্ষ লকডাউন করে দেয়া হয়েছে।
সেই সাথে তিনি কিভাবে আক্রান্ত হয়েছেন সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ওই এলাকার জনসাধারনকে সচেতন হওয়ার জন্য মাইকিং অব্যাহত রেখেছে।