ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লা ইউনিয়ন পরিষদ এলাকায় করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের স্বেচ্ছায় দাফনকাজ করার জন্য স্বেচ্ছাসেবকের তালিকা প্রণয়ন করা হয়েছে। ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের স্বাক্ষরিত ১৫ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবকের তালিকা প্রণয়ন করা হয়। বুধবার ৮ এপ্রিল এই তালিকা প্রণয়ন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের হাতে তুলে দেন জনাব মোঃ এ এইচ আশু ও ডাঃ মোঃ মাসুম হোসেন। ইউনিয়ন পরিষদ থেকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন খন্দকার লুৎফর রহমান স্বপন ।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মোঃ এ এইচ আশু বলেন, কোরআনে হাফেজ, ডাক্তার, দাফনকাজে অভিজ্ঞ ব্যক্তিসহ কিছু সংখ্যক যুবক স্বেচ্ছায় দাফনকাজ করার জন্য উদার মানুষিকতা নিয়ে এগিয়ে আসায় ১৫ সদস্য বিশিষ্ট্য তালিকা করে চেয়ারম্যান মহোদয়ের হাতে তুলে দেওয়া হয়। আমরা মানুষিকভাবে প্রস্তুত রয়েছি। ইনশাল্লাহ প্রয়োজনীয় সরঞ্জামাদি পেলে আমরা আমাদের কাজ শুরু করে দিবো। চেয়ারম্যান মহোদয় পিপিই, মাস্ক, গামবুট, গ্লাভসসহ প্রয়োজনীয় সকল সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। ডাঃ মোঃ মাসুম হোসেন, ফরহাদ হোসেন ও আব্দুল বাছেদ বলেনঃ আশা করি ইউনিয়ন পরিষদ থেকে দ্রুত আমাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি দেওয়া হবে।