প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ার হতদরিদ্র মানুষে বাড়ি বাড়ি দিনে রাতে খাদ্য সামগ্রীর ব্যাগ পৌছে দিচ্ছেন সাংবাদিক মোঃ ফয়সাল।
নারায়ণগঞ্জের ফতুল্লার সেহাচর তক্কারমাঠ এলাকার হাজী জামাল উদ্দীনের ছেলে সাংবাদিক ফয়সাল দীর্ঘদিন যাবত দিনে ও রাতের আধারে প্রতিটি পাড়া মহল্লার বাড়ি বাড়ি গিয়ে অসহায় কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন।কখনো নিজের ব্যক্তিগত উদ্যোগে কখনো নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ত্রান বিতরন কর্মসূচীতেও অংশ নিয়ে খাদ্য সামগ্রী বিতরন করছেন বিভিন্ন জায়গায়।লকডাউনে মানুষ যখন ঘরে আবদ্ধ তখন তিনি ছুটে চলেছেন বিভিন্ন জায়গায়।সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত রয়েছেন তিনি।সোমবার, ১৪ এপ্রিল জালকুরি এলাকায় পানিবন্দি পরিবারের মাঝে নৌকা যোগে খাদ্য সামগ্রী বিতরন করছেন।

এ সময় সাংবাদিক মো. ফয়সাল বলেন,বিশ্বব্যাপী করোনা ভাইরাস আজ মহামারিতে রুপ নিয়েছে। এ সময় কোম্পানী ও গার্মেন্টসের মালিকদের উচিত দেশ ও জাতির ক্রান্তিলগ্নে জনগণের পাশে দাঁড়ানো। সমগ্র দেশ লকডডাউন হওয়ায় অনেক শ্রমজীবী মানুষ অর্থ কষ্টে আছে। সমাজের বিত্তবানদের উচিত এসব অসহায় মানুষদেরকে চাল-ডাল-তরকারি দিয়ে সহযোগিতা করা যাতে কেউ না খেয়ে থাকে। সচেতন থাকার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আসুন আমরা সকলেই সাধ্যমতো অসহায় মানুষদের সাহায্য করি। জনগণ, সরকার ও বিত্তবান মানুষদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে করোনা সংকট মোকাবিলা করা সম্ভব হবে বলে আমি মনে করি। এ মূহুর্ত্বে বিত্তবানদের অহসায় ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য নিয়ে পাশে দাড়াতে হবে।





















