সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি ॥ পটুয়াখালীর দশমিনা উপজেলার বেগম আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক ব্যিালয়ের মানসুরা ও সোনিয়া নামের দুই শারীরিক প্রতিবন্ধী মেধাবী এস এস সি পরিক্ষার্থী । উপজেলার কাটাখালী গ্রামের হত দরিদ্র্য জেলে এমদাদ খলিফার মেঝ মেয়ে সোনিয়া বেগম ও গোলখালী গ্রামের প্রান্তিক কৃষক মিজানুর রহমানের মেয়ে মানসুরা পরিক্ষার্থী। প্রতিবন্ধী মানসুরা গ্রামের বাড়ী থেকে প্রায় ৫ কিঃ মিঃ মেঠো পথে পেড়িয়ে পাঠদান গ্রহনের জন্য বিদ্যালয় আসে। সোনিয়াও বাড়ী থেকে একইভাবে প্রায় ৭ কিঃ মিঃ পথ অর্থাভাবে প্রতিদিন পায়ে হেটে বিদ্যালয় আসতে হয় ।
প্রায় প্রতিদিনই চলার পথে চার-পাঁচ স্থানে বিশ্রাম শেষে বিদ্যালয় আসতে হয় তাদের। শিক্ষা গ্রহন নামের স্বপ্ন নিয়ে এরা দু’প্রতিবন্দী ছাত্রী পাড়ার সুস্থ্য সবল ছাত্র-ছাত্রীর মত বিদ্যালয়ে পাঠদানের জন্য আসে। তাদের ইচ্ছা থাকা সত্যেও পাঠদানে যথা সময় উপস্থতিত হতে পারেননা।ভালো ফলাফলের আশায় জড়ো-বৃস্টি উপেক্ষা করে নিয়োমিত বিদ্যালয়ে এসে পাঠদানে অংশ গ্রহন করছেন বলে তারা জানান। সরেজমিনে গিয়ে মানসুরকে পাঠদানরত অবস্থায় দেখা যায় । তিনি বলেন, আমি কিছু হাটলে পায়ের ব্যাথায় অসুস্থ্য হয়ে পড়ি । অপরদিকে সোনায়া বলেন, আমি হামরি গুমরি দিয়ে পাঠদানের জন্য বিদ্যালয়ে যাই। দুই প্রতিবন্ধী’র ইচ্ছা তারা সু-শিক্ষায় শিক্ষিত হতে চায় ।
প্রতিবন্ধী সোনিয়া’র মা খোদেজা বেগম ও মানসুরা’র মা ফাতিমা বেগম বলেন, প্রতিবন্ধীর কার্ড থাকলেও সমাজ সেবা অফিস থেকে পাচ্ছেনা কোন সুযোগ সুবিধা। বেগম আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক ব্যিালয়ের প্রধান শিক্ষক মাও. মো. ছিদ্দিক উল্লাহ্ গোলজারী বলেন, সমাজের হৃদয়বান মানুষদের সামান্য সু-দৃস্টি পেলে এরাও হতে পারে দেশের জাতীয় সম্পদ।