নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু। এরা রাজনীতির নামে অপরাজনীতি করতে অতিতের ফ্যাসিস্টদের পথে অগ্রসর হচ্ছে। ‘গণমাধ্যমের টুটি চেপে ধরার রাজনীতি বনাম মব-এর বাংলাদেশ থেকে উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৮ জুলাই বিকেল ৩ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনাতনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ।
তিনি এসময় আরো বলেন, দেশের রাজনীতিতে নব্য ফ্যাসিস্টরা আসছে। ছাত্র-যুব-জনতাকে বোকা বানিয়ে আজ জাতির সাথে রাজনীতির খেলা খেলছে। যে খেলায় আজ আমাদের মা- বোন নিরাপত্তাহীনতায় ভুগছে। যারা রাজপথে প্রকাশে সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে। তারা জনগণের ভোট পাওয়ার আগেই জনগণকে নিয়ে অতিতের ফ্যাসিস্টদের মত নোংরা খেলায় মেতে উঠেছে। এদেরকে এখনই না বলুন।