দেনা পাওনা- শিরোনামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন আলোচিত নায়িকা পলি।
বুধবার (২৬ নভেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত হয় সরকারি অনুদানের এই চলচ্চিত্রের একটি গানের শুটিং। এর সংগীত পরিচালনায় আছেন শেখ সাদী খান। এফডিসির ৮ নম্বর ফ্লোরে আইটেম গানের দৃশ্যায়ন করেন কোরিওগ্রাফার ইউসুফ খান।
এটি মূলত সিনেমাতে আইটেম গান হিসেবে ব্যবহৃত হবে। এতে পলির সঙ্গে দেখা যাবে মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠুকে (বড়দা মিঠু)।
দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে পলি বলেন, ১২ বছর পর আবার শুটিংয়ে অংশ নিচ্ছি। এই গানটির শুটিং দিয়েই আমার থার্ড ইনিংস শুরু হলো। আগেও অনেক সিনেমার অফার পেয়েছিলাম, কিন্তু তখন ব্যাটে-বলে মিলছিল না। সংসার ও ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন ভাবলাম- বছরে দুই-একটি চলচ্চিত্র করা যেতে পারে। তাই আবার শুরু করলাম।
নিজস্ব স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি আরো বলেন, পলি মানেই চমক। এই গানটিও হবে একটি চমক। সিনেমাপ্রেমীরা নিশ্চয়ই পছন্দ করবেন।
২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ চলচ্চিত্রে নায়ক মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পলির। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল রাজু চৌধুরী ‘এক নম্বর আসামী’। এটি ২০১২ সালে মুক্তি পায়।
৩ বছরের ক্যারিয়ারে প্রায় ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন পলি। মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদীসহ ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে কাজ করেছেন তিনি।
বর্তমানে পলি ঢাকার গুলশানে বসবাস করেন। চার সন্তানের জননী পলি নিজেই পরিচালনা করছেন একটি বুটিক হাউস। তার স্বামী পেশায় ব্যবসায়ী।




















