চেঞ্জ ফাউন্ডেশন এক অগ্রযাত্রার নাম। যার পেছন থেকে কাজ করে যাচ্ছেন একদল পেশাজীবি যুবক, যাদের আগ্রহের কারনে তৈরি হচ্ছে নব দিগন্ত। সে ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে “বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তরুন প্রজন্মের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনা” অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (২৬ মার্চ) ফতুল্লা রিপোটার্স ক্লাব মিলতায়নে রাত ৮ ঘটিকার এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা জনাব তালুকদার ফকরউদ্দিন ও সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জনাব নাজমুল হক। মুক্তিযোদ্ধাগন স্বাধীনতা যোদ্ধের ইতিহাস ও তাদের সম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি তরুন প্রজন্মকে এই মূল্যবোধ ধরে রাখার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে শুরুতে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মাননা জ্ঞাপন করে অতিথি আসনে শুধুমাত্র তাদের আসন গ্রহন নিশ্চিত করে শ্রোতাদের আসন সবাই পূর্ণ করেন।
উক্ত আলোচনায় ১১ নং সেক্টরের টাংগাইল, জামালপুর, বহত্তর ময়মনসিংহ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সোনালি ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা, ফতুল্লা ব্যাংক কলোনী নিবাসী নাজমুল হক বলেনঃ অপার বাংলায় ট্রেনিং-এর সময় চৌকস ওয়্যারলেস অপারেটর ও গোয়েন্দা তথ্য আনয়নে তার সুনামের কারনে ততকালীন কমান্ডারের চাহিদার ভিত্তিতে তারা উক্ত এলাকার যুদ্ধ পরিচালনায় নিযুক্ত হন এবং কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকীর তত্ত্বাবধানে যুদ্ধ করেন। দেশপ্রেমের তাড়নায় তারা শুধু যুদ্ধ করেন। কোন ব্যক্তিগত চাহিদা কিংবা সরকার কর্তৃক কোন সুবিধা পাবার আশায় তারা যুদ্ধে যাননি। তারা বাড়ী থেকে বিদায় নেন আর ফিরবেন না, এই প্রত্যাশায় যুদ্ধে যান কিন্তু আজ তারা গাজী হয়ে প্রত্যাবর্তন করছেন তাই মহান আল্লাহপাকের কাছে অশেষ শুকরিয়া আদায় করেন। আজকের প্রেক্ষাপটে তারা তরুনদের কাছে প্রশ্ন রাখেন তারা ( তরুন) এখন কি করতেন? তারা কি ভাবতেন না তাদের ব্যক্তিগত লাভের কথা?? যদি না-ই ভাবতেন তাহ্লে এক দেশে কেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি থাকবে! আর কেনই বা ভূয়া মুক্তিযোদ্ধা এই শব্দ বা কথাটা উঠবে? তাই সে তার সন্তান আর তরুনদের প্রতি একটি দাবি জানিয়েছেন সেটা হল আমরা যারা বর্তমান প্রজন্ম তারা যেন মুক্তিযোদ্ধাদের কোন দল বা মতের মধ্যে সীমাবদ্ধ না রাখি। তাদেরকে দেশের এবং সেই আঙ্গিকে প্রাপ্য মর্যাদা দেই।
অপরদিকে ৯নং সেক্টরের গৌরনদী, হিজলা, মেহেন্দীগঞ্জ, বাবুগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও ফতুল্লা ব্যাংক কলোনী নিবাসী জনাব তালুকদার ফকরউদ্দিন সেক্টর কমান্ডার মেজর জলিল এর তত্ত্বাবধানে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। শুরুতেই তিনি অপার বাংলায় ট্রেনিং এর কথা ব্যক্ত করে এস এল এম জি চালানোর কথা স্মরণ করেন। সেই সাথে তাদের অস্ত্র চালানোর জন্য ৫ সদস্যের একটি গ্রুপের কথা উল্লেখ করেন। তার সহ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারন করেন এবং যুদ্ধের রনকৌশল হিসাবে ফ্রন্টটিম, ব্যাকআপ টিম এবং রেস্কিঊ টিমের সমন্বয়ে কিভাবে যুদ্ধ পরিচালিত হত তারবাস্তব অভিজ্ঞতায় কিভাবে যশোর অঞ্চলে যুদ্ধ করতে গিয়ে পিছু হটেন এবং আরেক সহযোদ্ধা তিনদিন পর টয়লেট এর মধ্যে থেকে জীবন রক্ষা করে ক্যাম্প এ ফিরে আসেন সেই দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরেন। অপরিচিত শহর, রাস্তাঘাট ঠিকভাবে না চেনার কারনে এবং তাদের দাবীর প্রেক্ষাপটে ক্যাম্পের কমান্ডার যার যার বাড়ী বা থানা অনুযায়ী তাদের এলাকায় পাঠানোর ব্যবস্থা করেন। সেই সুবাদে তার নিজ এলাকা মাহিলারা গ্রামে বড় যুদ্ধে অংশগ্রহণ করেন। সেই যুদ্ধে আনুমানিক ৫০ জন পাক আর্মি নিহত হয়। তিনি উল্লেখ করেন কিভাবে এক রাখাল বালক আর্মির পিক আপ ভ্যান দেখে দেড় মাইল পথ দৌড়ে তাদের ক্যাম্পে এসে হানাদার বাহিনীর খবর দেয়। যার ধারাবাহিকতায় তারা ঐ যুদ্ধে জয় লাভ করেন। সে সাথে তখনকার বিচ্ছু আলম এর কথা স্মৃতিচারন করেন। পাক হানাদার বাহিনীকে অল্প সময়ে পরাস্থ করতে সকল যোগাযোগ ব্যবস্থা ব্রিজ, কালভার্ট ভেঙ্গে ফেলার কথা স্মরণ করেন। তরুন প্রজন্মের কাছে তাদের সেই গৌরবগাঁথা স্মৃতিচারন করতে গিয়ে তারা আশংকা প্রকাশ করেন ভবিষ্যতে হয়তো মুক্তিযোদ্ধাদের কথা শুধু বইয়ের পাতায় ২/৪ লাইনে লেখা থাকবে। তাই তাদের স্থানীয় সরকারের প্রতিনিধির কাছে প্রত্যাশা প্রত্যেক এলাকায় বা ওয়ার্ডে একটি করে মুক্তিযোদ্ধা চত্ত্বর করা হোক। সে চত্ত্বর এর নামফলকে ঐ এলাকায় বসবাসরত সকল মুক্তিযোদ্ধাদের নাম অঙ্কিত থাকবে, যাতে ভবিষ্যৎ প্রজম্ম তাদের অবদান ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে।
অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও ফতুল্লা রিপোর্টাস ক্লাব এর সভাপতি রঞ্জিত মোদক ১৯৭১ সালে দশম শ্রেণির ছাত্র ছিলেন। টাংগাইলে তার বাড়ীতে অগ্নিসংযোগ করা হয় এবং তার আত্মীয় ভাইদের কিভাবে আলবদর এর সহযোগিতায় পাক হানাদার বাহিনী নিষ্ঠুর নির্যাতন চালিয়ে হত্যা করে সে বর্ননা দেন। এ ঘটনায় সময় সবাই আবেগে আপ্লুত হয়ে যায়। সেই সাথে চেঞ্জ ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী আয়োজনে অংশগ্রহন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চেঞ্জ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল ফারুক রিংকু বলেনঃ তরুন প্রজন্ম আগামীতে তাদের স্বীয় কাজের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় আত্মবিশ্বাসী হয়ে কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং সম্মিলিতভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান ও প্রাপ্ত মর্যাদা দিতে পারে সে লক্ষ্যে চেঞ্জ ফাউন্ডেশন আগামীতে নিরলস কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
চেঞ্জ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশরাফুল হক আশু বলেনঃ আজ বীরদের আলোচনা আমাকে দারুনভাবে শিহরিত করেছে কিন্তু ব্যস্ততা আমাদের এমনভাবে আঁকড়িয়ে ধরেছে যে আমরা এখন আর মুক্তিযোদ্ধাদের ইতিহাস শুনতে আগ্রহী নই। বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতা মুক্তিযোদ্ধাদের মধ্যে বিবেধ তৈরি করছে বলে মনে হচ্ছে। এ থেকে উত্তরণের পথ জানতে চেয়ে উপস্থিত মুক্তিযোদ্ধাদের কাছে প্রশ্ন রাখেন। স্বশিক্ষিত জাতি না হয়ে সুশিক্ষিত জাতি তৈরি হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে শেষ পর্যায়ে চেঞ্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল ফারুক রিংকু বীরমুক্তিযোদ্ধা নাজমুল হককে এবং কেন্দ্রীয় সাধারন সম্পাদক আশরাফুল হক আশু বীরমুক্তিযোদ্ধা তালুকদার ফকরউদ্দিনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সভাপতি রঞ্জিত মোদক বীরমুক্তিযোদ্ধাদের হাতে তার লেখা মুক্তিযোদ্ধা গ্রন্থ তুলে দেন।
এসময় বিভিন্ন সংগঠনের সদস্যদের পাশাপাশি চেঞ্জ ফাউন্ডেশনের সদস্যরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। এবং এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেঞ্জ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ আল আমিন আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সুজন, বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ সাজ্জাদ হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা সমন্নয়কারী সাব্বির আহমেদ তুহিন। আরও উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টাস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ আর কুতুবে আলম, সদস্য মোঃ মনির হোসেন, ফতুল্লা ব্লাড ডোনারসের আশরাফুল ইসলাম তৌকির, ইঞ্জিনিয়ার সানী প্রমুখ।