মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জে নাবালিকা ভাগ্নিকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগে খালুকে গ্রেফতার করেছে পুলিশ।
০৭ (নভেম্বর) শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর আলুরচর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত খালুর নাম লুৎফর রহমান। গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ধর্ষনের ঘটনা ঘটে এবং শুক্রবার কিশোরীর মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পরই অভিযান চালিয়ে অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ছোট বোনকে সাথে নিয়ে নানার বাড়ি বগারচর ইউনিয়নের আলুরচর বেড়াতে যান ওই কিশোরী। রাতে পা ব্যাথার কথা বললে খালু লুৎফর রহমান তাদেরকে ব্যাথার ঔষধের পরিবর্তে ঘুমের ঔষধ এনে দেন। বুঝতে না পেরে তারা দুই বোন ব্যাথার ঔষধ মনে করে ঘুমের ঔষধ খান। ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়লে খালু লুৎফর রহমান কিশোরীকে ধর্ষণ করেন। ঘুম ভেঙ্গে গেলে কিশোরী নিজেকে উলঙ্গ অবস্থায় দেখতে পায় এবং লুৎফর রহমানকে তার পাশে বসে থাকতে দেখে ডাকচিৎকার দেয়। পরবর্তীতে বিষয়টি তার মাকে জানালে শুক্রবার রাতে লুৎফর রহমান ও তার স্ত্রী বাকফুল বেগমকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর মা।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে





















