২৪’র জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দলীয় প্রধানসহ সারাদেশে আওয়ামীলীগের শীর্ষ নেতা ও তাদের দোসররা পালিয়ে যায়। ১২ ফেব্রæয়ারী নির্বাচনকে সামনে রেখে বিএনপির একটি মহল নির্বাচনে তাদের পেশী শক্তিকে আরো দৃঢ় করতে ঐসব এলাকাতে পুর্নবাসনের ব্যবস্থা করছেন। তার বাস্তব চিত্র দেখা গেছে ফতুল্লা ও লালপুর এলাকায়।
বর্তমানে আবারও এলাকায় ফিরে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে ৪ আগষ্ট প্রকাশ্যে চাপাতি হাতে নিয়ে নিরস্ত্র ছাত্র-জনতার উপর হামলাকারী ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো.শরীফুল হকের আস্থাভাজন ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো.কাজল চৌধুরী।
আর কাজল চৌধুরীর পুনরায় এলাকায় ফিরে আসায় চুরি ও মাদকের প্রবনতা বৃদ্ধি পাবে এমনটাই আশংকা করছেন ফতুল্লা ও লালপুরবাসী। স্থানীয়দের মতে, বিগত আওয়ামীলীগের শাসনামলে কাজল চৌধুরীই ছিলেন অত্র দুটি এলাকার মাদকের অন্যতম ডিলার এবং ইমরাত সামগ্রী বিক্রিকারী। শুধু তাই নয়,কাজল চৌধুরী ছাড়া অন্য কোন ব্যক্তি এখানে নির্মান সামগ্রী বিক্রি করতে পারতোনা। ফতুল্লা ও লালপুরের আশপাশে যে সকল নতুন বাড়ি নির্মান করা হতো তার সমস্ত ইমারত সামগ্রী চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনে এবং ফতুল্লা ডিআইটি মাঠে রাখা হতো।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যক্তি জানান, যদি কেউ নিজে তার বাড়ি নির্মানের জন্য কোন ইট-বালু আনতো তাহলে সেটা রাতের আধারেই ঘায়েব হয়ে যেতো কাজল চৌধুরীর অধীনে থাকা চোরদের কারনে। তারা জানান,বিগত আওয়ামীলীগের আমলে জনৈক ব্যক্তি নিজ বাড়ি নির্মানের জন্য এক গাড়ি ইট এনে ডিআইটি মাঠে রাখলে তা রাতের আধারেই গায়েব হয়ে যায়। বহু খোজাখুজির পর দিনের আলোতে সেটা কাজল চৌধুরী বাড়ির নিচে সেটা সনাক্ত করেন উক্ত ইটের মালিক। ফতুল্লা ইউপি নির্বাচনে ৪ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করেন কাজল চৌধুরী। নির্বাচনে জয়লাভের জন্য ভোটের জন্য সাধারন মানুষের দুয়ারের যেতে যেতে একদিন উক্ত ব্যক্তির বাড়িতে হাজির হন কাজল চৌধুরী। সেদিন অবশ্য রাগে ও ক্ষোভে উক্ত ব্যক্তি কাজলকে বলেছিলেন,তোমাকে যদি ভোট দিয়ে পাশ করাই তাহলে তো আমাদেও বাড়িতে থাকা ইটগুলোও খুলে নিয়ে যাবে তুমি।
এদিকে আওয়ামী ডেভিল কাজল চৌধুরীর পুনরায় এলাকায় ফিরে আসায় চুরি ও মাদক নিয়ে শংকায় রয়েছেন স্থানীয়রা। কারন বিগত সময়গুলোতে কাজল চৌধুরী ও তার বাহিনীর মাধ্যমে ক্ষতিগ্রস্তরা খুবই দু:শ্চিন্তায় রয়েছেন তারা। কারন বিগত সময়ে এলাকাতে মাদক ও চুরির ঘটনাগুলো কাজলের সঙ্গীয়ংদের মাধ্যমে সংঘটিত হতো। তবে স্থানীয়রা বলেন,ছাত্র-জনতার আন্দোলন দমাতে প্রকাশ্যে চাপাতি হাতে নিয়ে ঝাপিয়ে পড়া এবং একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামী কিভাবে এলাকাতে প্রবেশ করে। তাহলে কি পুলিশের চোখে টিনের চশমা পরিহিত রয়েছেন নাকি কোন অদৃশ্য ক্ষমতাধর ব্যক্তি ইন্ধনে বিগত ১৭ বছরে সাধারন মানুষের উপর জুলুম ও নির্যাতনকারীরা এলাকাতে পুনরায় প্রবেশ করে আগের রুপধারন করবে।
তাদের প্রশ্ন,তাহলে ছাত্র-জনতার আন্দোলনের প্রয়োজন কি ছিল? প্রশাসন কেনো সেসব সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনছেনা। বর্তমানে এলাকায় অনুপ্রবেশকারীরা সবাই একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামী।
তারা আরও জানান, সেই সকল আওয়ামী প্রেতাত্মাগুলো আবারও এলাকাতে প্রবেশ করেছে এক প্রভাবশালী বিএনপি নেতার হাত ধরে। ১২ ফেব্রæয়ারীর নির্বাচনে বিএনপিকে জয়লাভের জন্য ভোটের রাজনীতিতে কৌশল হিসেবেই এ সকল আওয়ামী ডেভিলদেরকে পুর্নবাসন করছেন উক্ত নেতা। তবে গত বছরে শামীম ওসমানের ছেলের নির্দেশে রাতের আধারে ঝটিকা মিছিল করতে গিয়ে মোল্লা জাফরসহ একাধিক ছাত্রলীগ-যুবলীগ নেতাকে গ্রেফতার করেছিলো ফতুল্লা মডেল থানা পুলিশ। নির্বাচনে ভোটের আশায় পুনরায় আওয়ামী এ ডেভিলদেরকে এলাকাতে অনুপ্রবেশ করিয়ে আবারো এলাকা কিংবা আশপাশে কোন প্রকারের নৈরাজ্য সৃষ্টির আশংকা রয়েছে কাজল চৌধুরী ও মোল্লা জাফরগংদের এমনটাই শংকা করছেন ফতুল্লা ও লালপুরবাসী।
অনতিবিলম্বে আওয়ামী ডেভিল কাজল চৌধুরী ও মোল্লা জাফরগংদের গ্রেফতারে ফতুল্লা থানা পুলিশ ও যৌথ বাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করছেন ফতুল্লা ও লালপুরবাসী।




















