উজ্জীবিত বাংলাদেশ রিপোর্ট:- বন্দরে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে থানার কলাগাছিয়া ইউনিয়নস্থ বিশ্বনবী ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে এ এসভা অনুষ্ঠিত হয়।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরউজ্জামান ও সাধারণ সম্পাদক একে এম ইব্রাহিম কাশেমের নেতৃত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ভোলানাথ দাস, আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ বাবু,
কাজী এরসাল হক, আব্দুল হাই আব্দুল ওয়াহেদ, কলাগাছিয়া ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আক্তার হোসেন, আ’লীগ নেতা রবিউল আউয়াল রবি, ছাত্রলীগ
নেতা শাহীন তাহেরী সিনহা প্রমূখ।এসময় বক্তারা নারায়নগঞ্জ-৫ আসনে একেএম সেলিম ওসমানকে বিজয়ী করতে সর্বাধিক প্রচেষ্টা ও ত্যাগী হওয়ার দৃঢ় প্রত্যয় জানান।পাশাপাশি সকল নেতা কর্মীদের উন্মুক্তভাবে কাজ করার তাগিদ দেন।