ফতুল্লা বাড়ৈভোগ শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ২ দিনব্যাপী হরিনাম কীর্ত্তন, গীতা পাঠ, অধিরাম কীর্ত্তন, নাম কৃর্ত্তন, বৈষ্ণব সেবা, আলোচনা সভা ও বস্ত্র বিতরন কার্যক্রম ১৮ মার্চ বিকালে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি শ্রী বিশ্বনাথ মন্ডলের সভাপতিত্বে ও কবি সাংবাদিক রণজিৎ মোদকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিঃ সহ সভাপতি বাবু চন্দন শীল, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী প্রদীপ কুমার দাস, মহানগর সভাপতি লিটন চন্দ্র পাল, কবি ও গবেষক গোবিন্দ লাল সরকার, সমাজ সেবক রনজিত দাস, রতন চন্দ্র মন্ডল, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শ্রী রণজিত মন্ডল।