মোঃ পন্ডিত হোসেন:- নগরের নলুয়াবাসী ওয়াজউদ্দিন আহম্মেদ সনির ৪র্থ মৃত্যবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও দুঃস্হদের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।
বুধবার(২৩ মার্চ) দুপুরে তামাকপট্রি ডিস অফিসে সনির বন্ধুমহলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব ফয়েজউদ্দিন লাভলু,নাসিক ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মুন্না,মোঃ কমল সরদার,হাজী সাদেক হোসেন,সিনিয়র সাংবাদিক পন্ডিত হোসেন,সালাউদ্দিন চৌধুরী বিটু,ইকবাল প্রধান বাপ্পী,রাজিবুল হাসান রানা,রনি,জনিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।আরো উপস্থিত ছিলেন প্রয়াত সনির ছেলে আরিয়ান,তান্না,মিঠু,বাবু প্রমূখ।মোনাজাতের পর রান্না করা খাবার দুস্হদের মাঝে বিতরণ করা হয়।