নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ( ২৫৮৪ ) যুগ্ম সম্পাদক প্রয়াত জিলানী মাদবরের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। বুধবার ( ৩০ মার্চ ) সকাল ৯টায় মাছ ঘাট এলাকায় মো.আমানউল্লাহ আমানের সার্বিক ব্যবস্থাপনায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,প্রয়াত জিলানী মাদবরের দুই ছেলে মো.রফিক,মো.উজ্জল,সংগঠনের সহ-সভাপতি মো.ওসমান ও জাকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দরা জিলানী মাদবরের জীবদ্দশায় শ্রমিকের কল্যানে কতটুকু কাজ করেছেন তা উপস্থাপন করে বলেন, আমরা শ্রমিক বান্ধব একজন অভিভাবককে হারিয়েছি যার অভাব পুরনীয় নয়। যখনি কোন শ্রমিক সমস্যায় পড়েছেন তখনি তিনি তাদের পাশে দাড়িয়ে একজন অভিভাবকের দ্বায়িত্ব পালন করেছেন। আমরা মরহুমের রুহর মাগফেরাত কামনা করি এবং দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন।
মিলাদ ও দোয়া শেষে বাস টার্মিনালে আগত সকল শ্রমিকের মাঝে রান্না করা খিচুরি বিতরন করা হয়।