দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারনে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান,১০ ধাপে বেতন নিধারণসহ নবম বেতন কমিশন গঠন,সচিবালয়ের মত পদবী পরিবর্তন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পূর্নবহাল সহ ৫ দফা পূরনের দাবীতে দেশব্যাপী একযোগে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিক্ষোভ সমাবেশ করে।
বৃহস্পতিবার(৩১ মার্চ) বেলা ১১টায় দেশব্যাপী এই বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা শাখা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃমোতালিব হোসেন,বাংলাদেশ চতুর্থ শ্রেনী সরকারি কর্মচারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃমোজাম্মেল হক, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার সহ মোঃ কামরুল হাসান,মোঃ আওলাদ হোসেন,মোঃ মোকলেস শেখ,হেমায়েত উদ্দিন চৌধুরী,আব্দুর রহমান,মোঃ মাহাবুব হোসেন,হাসিনা আক্তার,মোঃমফিজুল রহমান,শিল্পী রানী দাস,ওমার ফারুক মোল্লা,মনির হোসেন,মোঃ শিমুল হোসেন,শিবলু, মোঃ সাহাবুদ্দিন,হেলাল, মোঃ তাওলাদ হোসেন,আবুল কালাম,আবু তাহের শামীম প্রমূখ।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন বলেন,আমরা এই স্বাধীন দেশে বাস করি কিন্তু সচিবালয়ে আমাদের অনেক বৈষম্য। ব্যাংকে অনেক বৈষম্য করা হয়েছে মাত্র ২৫ হাজার টাকা করা হয়ে কিন্তু সচিবালয়ে ৫ বছর গেলে কর্মচারীরা সরকারি কর্মকর্তা হচ্ছে। আমরা সারা বাংলাদেশে চতুর্থ শ্রেনীর কর্মচারীরা জানাতে চাই আমরা মাঠে নামতে চাই না। আমরা কেনো মাঠে নামবো আমরা অফিসে থাকতে চাই। এই করোনার মহামারির সময়ে আমরা অফিসে কাজ করেছি কিন্তু আমাদের কোন ভাতা দেওয়া হয়নি। আমাদের অনেক কর্মকর্তা মারা গেছেন এবং আমরা নিজেরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সরকারের কাছ থেকে আমরা কোন সহযোগিতা পাই না। তাই আমরা চাই আমাদের দাবী অচিরেই মেনে নেওয়া হোক। বর্তমান দ্রব্যমূল্য উর্ধ্বগতি। এই উর্ধ্বগতির সময়ে আমরা চতুর্থ শ্রেনীর কর্মচারী চলতে পারছি না। তাই আমরা ৫ দফা দাবীতে মাঠে নেমেছি।আমরা এই কঠিন সময়ে বাধ্য হয়ে আমাদের কঠিন অবস্থার জন্য মাঠে নেমে কর্মসূচী দিতে হচ্ছে। আমরা আশা করি অচিরেই আমাদের দাবী সরকার মেনে নিবে এবং মেনে নেবার জন্য অনুরোধ করছি।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে কামরুল ইসলাম বলেন,আমরা আজকে কর্মচারীরা আমাদের অধিকার তুলে ধরছি। আমরা কর্মচারীরা সরকারের সকল আদেশ পালন করে কাজ করছি। প্রশাসনের সর্বোচ্চ বিভাগে সহযোগিতার কাজ করি। এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়ে চাল,ডাল,তেল,পেয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের বেতনের বৈষম্য রেখেই দিচ্ছে। আমরা সব সময় নিপীড়ক নিগৃহত হচ্ছি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবী দাওয়া তুলে ধরা হলেও কতিপয় সেন্ডিকেট ও ষড়যন্ত্রকারীদের কারনে আমাদের দাবী দাওয়া পৌঁছে না। আজকের এই বিক্ষোভ মিছিল সারা বাংলাদেশের জেলায় ও প্রেস ক্লাবের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাননীয় সরকার আমাদের দিকে একটু দৃষ্টি দেন।কারন আমরা আপনার কর্মচারী আপনার অধীনস্থ।আমরা আপনাদের সহযোগিতা করি, আমরা আপনাদের প্রতি সব সময় অনুগত। তাই আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ধৈর্যের পরীক্ষা আর নিবেন না কারন এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আমাদের জীবানুপাত খুবই কঠিন হয়ে পড়ছে। এই বছর করোনা মহামারির সময় আমরা কর্মচারীরা সার্ভিস দিয়ে।কিভাবে কাজ করেছি আপনেরা তা দেখেছেন। সারাবিশ্বে আমরা তার জন্য প্রশংসিত হয়েছি।আমরা সরকারের সমস্ত দিকনির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছি কিন্তু আমরা কি পেয়েছি।তাই আমরা শুভাংকরের ফাঁকি দিচ্ছেন যারা তাদের বলছে আপনেরা সচেতন ও সাবধান হয়ে যান। আমরা কর্মচারীরা রাস্তায় নেমে গিয়েছি আমাদের আর দাবী রাখতে পারবেন না।
সভাপতি আরো বলেন,আমাদের দেশে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির জনকের সুযোগ্য কন্য শেখ হাসিনার কাছে অনুরোধ করবো আমাদের দিকে একটু লক্ষ দেন।আমরা যাতে সবাই চলতে পারি,বাঁচতে পারি।জেলখানায় যে খাবার দিচ্ছেন সেই খাবারের দিকে দৃষ্টি রেখে সর্বনিন্ম খাবারের বাজেট করে আমাদের দিকে একটু দৃষ্টি দেন। আমরা সচিবালয়ে ইতিমধ্যে আমাদের দাবী পাঠিয়েছি তাই সরকারের প্রতি আমাদের সমন্বয় পরিষদের অনুরোধ থাকবে আমাদের দাবী অচিরেই মেনে নেন।আর যদি আমাদের দাবী মেনে না নেন তাহলে কেন্দ্রীয় কমিটি থেকে যে নির্দেশ আসবে আমরা তাই পালন করবো। আমাদেরকে অসন্তুষ্ট ও অধৈর্য বানাইয়েন না।আমরা সরকারের অধীনস্থ কর্মচারী তাই আমরা আপনাদের অধীনে থেকেই কাজ করতে চাই।আমাদের বাঁধ ভেঙ্গেন না। আমরা অচিরেই আমাদের ৫ দফা দাবীর আশুদৃষ্টি কামনা করছি। সরকার আমাদের যে বেতন করে দিয়েছে তা দিয়ে আমাদের চলছে না। তাই আমাদের কর্মচারীদের দিকে লক্ষ দেন। আমাদের দাবী যদি মেনে না নেন তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। তখন সরকারের আমরা এই কর্মচারীরা মাঠে নামলে কাজ করবেন কিভাবে এর দায় কিন্তু উর্ধ্বতন কর্মকর্তাদের নিতে হবে।
বক্তব্য শেষে বিক্ষোভ সমাবেশটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে সমাপ্তি করে।