আমাদের দেশ আরও এগিয়ে যেতো যদি নেতিবাচক কোন বাঁধা বা প্রতিবদ্ধকতা না থাকতো। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও চরকামালদী এলাকায় “আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ” নামের নারায়ণগঞ্জ ইউনিট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা,নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু,সোনারগাঁওয়ের সাবেক সাংসদ কায়সার হাসনাত,উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন খান। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোশারফ হোসেন জানান,আস্থা ফিড একটি গবেষণা ভিত্তিক মুরগীর খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান।
এসময় আরোও উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম জাতীয় পার্টি সোনারগাঁও উপজেলার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু প্রমুখ।