নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের সহধর্মীনি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান বলেছেন, মানুষের সেবা করতে হলে কোন পদ-পদবী ও রাজনীতির প্রয়োজন হয়না। আপনার ইচ্ছাই আপনাকে অসহায় সাধারন মানুষগুলোর পাশে দাড়াতে সহযোগিতা করবে। বিডি নারী কল্যান সংস্থার উদ্দ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় সাধারন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শনিবার বিকেল দেওভোগ হাজী উজর আলী উচ্চ বিদ্যালয়ে বিডি নারী কল্যান সংস্থার উদ্দ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় সাধারন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়।
কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম.আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,এনসিসি ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু,১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল আলম সজল,বিকেএমই’র পরিচালক মো.কবির হোসেন,বিডি নারী কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তামান্না দেওয়ান দোলা, বিডি নারী কল্যান সংস্থার পরিচালক সাংবাদিক সেলিম আহমেদ ডালিম, বিডি নারী কল্যান সংস্থার সহ-পরিচালক সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ,কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সাধারন সম্পাদক এমএ সাত্তার,মানবাধিকার কর্মী শিরিন আক্তার প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন,আমার প্রয়াত স্বামী আমাকে বলেছিলেন,তুমি যদি বেশী পেরেশানীতে থাকো তাহলে উপরের দিকে নয় মাটির দিকে তাকাবে তাহলে দেখতে পাবে তুমি সকল প্রকার টেনশন থেকে মুক্ত। যদি কোন অসহায় মানুষকে সহযোগিতা করতে চাও তাহলে প্রকাশ্যে নয় গোপনেই তাকে সহযোগিতা করো। দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের বৃদ্ধির ফলে সাধারন মানুষগুলো একেবারে অসহায় হয়ে পড়েছে। আজ বিডি নারী কল্যান সংস্থা রমজানের আগের দিন যেভাবে সাধারন মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়িয়েছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বলতে চাই আগামীতে এ ধরনের জনকল্যানকর কাজের জন্য তোমরা আমাকে পাশে পাবে।
পরে প্রায় আড়াই শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।