আনোয়ার হোসেন আনু:- কুয়াকাটায় দুস্থ ও শীতার্থ মানুষের জন্য মানবতার দেয়াল চালু করলো স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন তরুন ক্লাব সদস্যরা। মঙ্গলবার শেষ বিকেলে কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন রাখাইর পলী রোডে এই মানবতার দেয়াল চালু করা হয়। “অপ্রয়োজনীয় পোশাক হোক দরীদ্র ও দুস্থ শীতার্থ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে কুয়াকাটা তরুন ক্লাবের সকল সদস্যরা এ মানবতার দেয়াল এর কার্যক্রম চালু করেন।
কুয়াকাটা তরুন ক্লাবের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানান, আমাদের ব্যবহার করা অনেক পোশাক আছে যা আমরা বাসায় ফেলে রাখি , ফেলে রাখা সেই পোশাকগুলো যদি আমরা দুস্থ মানুষের জন্য এই দেয়ালে টাঙিয়ে রাখি। যার প্রয়োজন সে এখান থেকে নিয়ে ব্যবহার করবে। এতে করে শীতার্থ মানুষের একটু হলেও উপকার হবে। আর আমাদেরও মানুষিক শান্তনা কারো কষ্টে আমরা পাশে এসে দাড়াতে পেরেছি।
মানবতার দেয়াল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র শাহ আলম হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, কাজী সাইদ, কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মজিবর রহমান, সেচ্ছাসেবকলীগ সভাপতি শহিদ দেওয়ান সহ স্থানীয় ব্যবসায়ী,শিক্ষক, ছাত্র ও গনমাধ্যম কর্মিরা।





















