ফতুল্লার জেলা পরিষদ এলাকায় তারাবীহ নামাজকে কেন্দ্র করে কুপিয়ে ও মারধর করে মাথা ও পায়ে ব্যাপক আঘাত করে সবুজ,সুজন,মোকলেছা,হায়দার আলীকে গুরুতর আহতের ঘটনায় মামলা করেছেন তল্লা খাপুর এলাকার আলম শেখের ছেলে মো.ফরহাদ শেখ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ফরহাদ। থানা পুলিশ ব্যাপক তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়েই মামলাটি দায়ের করেন।
ঘটনার অভিযোগ সুত্রে জানা যায়,তারাবীহ নামাজ শেষে বাড়ি ফেরার পথে কুদ্দুসের ছেলে সেলিম,জনির ছেলে সিফাত,লুতা রাকিব,সেলিমের ছেলে শরীফ,মিরাজের ছেলে ফরহাদ ও রাহাত,তোয়াজের ছেলে হাসান ও হোসাইন, হারুনের দুই ছেলে,জনির ছেলে ইরফাতসহ অজ্ঞাত আরো ১০/১২ মিলে আমার ছেলেসহ তার বন্ধুদের ব্যাপক মারধর করেন। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্রসহ আমার ছেলেসহ সঙ্গীয়দের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমার সবুজ,ভগ্নিপতি সুজন,প্রতিবেশী মোকলেছা,সবুজ ও হায়দার গুরুতর আহত হয়। ১নং বিবাদীর হাতে থাকা দেশীয় অস্ত্র চাপাতি দিয়ে আঘাত করে আমার ভগ্নিপতির মাথায় ব্যাপক আঘাত করে। ২নং বিবাদীর হাতে থাকা অস্ত্র দিয়ে সবুজকে হত্যার উদ্দ্যেশে মাথায় আঘাত করে এবং ৩ নং ও ৪ নং বিবাদী আমার ভাইকে হাতে ও পায়ে গুরুতর জখম করে এবং ৫,৬ ও ৭ নং বিবাদী পাইপ দিয়ে প্রতিবেশী মোকলেছা,সবুজ ও হায়দারকে এলাপাতারি পিটিয়ে গুরুতর লিলাফুলা জখম করে। অন্যান্য বিবাদীরা ঘটনার প্রত্যক্ষদর্শিদের ব্যাপক মারধর করে লীলাফুলা জখম করে। গুরুতর আহতদেরকে দ্রæত শহরের খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয়। বর্তমানে সবুজ ও সুজনের অবস্থা আশংকাজনক রয়েছে।
মামলার আসামী সিফাত আহত মোকলেছার গলায় থাকা ৮ আনা স্বর্নের চেইন ছিনিয়ে নেয় যার আনুমানিক মুল্য ৩৫ হাজার টাকা। অপর আসামী সেলিম আহত হায়দার আলী ও বেলায়েতের কাছ থেকে ৬৭ হাজার ও ১০ হাজার টাকা এবং সবুজের কাছে থাকা ১৫ হাজার টাকা মুল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে অপর আসামী রাহাত।
এ দিকে হামলা করে ক্ষ্যান্ত হয়নি অভিযুক্তরা। তারা এখনও পর্যন্ত আহতদের বাড়ি-ঘরে গিয়ে ভয়ভীতি প্রদান করছে এবং এ বিষয়ে যদি থানা পুলিশের কোন সহযোগিতা নেয়া হয় তাহলে প্রানে মেরে ফেলার হুমকী প্রদান করছে। বিষয়ে তদন্ত পুর্বক অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।