নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ও জেলা সমবায় কার্যালয়ের ব্যবস্থাপনায় সোনারগাঁয়ে সমবায় সমিতি ব্যবস্থাপনা ও হিসাব সংরক্ষণ বিষয়ক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা হলরুমে এ ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সমবায় কর্মকর্তা আনিসা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ডাঃ ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশিক্ষক রশিদ মির্জা, সহকারী প্রশিক্ষক মানিক চন্দ্র, অতিরিক্ত কৃষি স¤প্রসারণ কর্মকর্তা তাসলিমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।