নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা খেলাঘর আসর ও এসোসিয়েশন অব নন গভর্নমেন্ট স্কুল সোনারগাঁ’র যৌথ উদ্যোগে শিশু সংগঠক ও শিক্ষাবিদ প্রয়াত খসরুল হাসানের স্মরণে শোক সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় সোনারগাঁ সরকারি কলেজ হলরুমে এ শোক সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা খেলাঘর আসরের সভাপতি আজিজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রুনু আলী,নারায়ণগঞ্জ জেলা খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তী, সহ-সভাপতি ভবানী শংকর সাধারণ সম্পাদক ফারুক মহসিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম,জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,সোনারগাঁ উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লায়ণ রাজা রহমান,সহ-সভাপতি আনোয়ার হোসেন,সংগঠক ইকবাল হোসেন রতন,বাংকার মতিউর রহমান, সাংবাদিক নুর নবী জনি,মাহবুবুল ইসলাম সুমন,সুলতানা,আলাউদ্দিন আহম্মেদ সাগর ও প্রয়াত খসরুল হাসানের সহধর্মিনী ফারাজানা ইয়াসমিন মনি।
এছারাও আরও উপস্থিতি ছিলেন,মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সদস্য শিপন সিদ্ধিরগঞ্জের কাউন্সিলর মনোয়ারা মনু,সনমান্দি ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সাংবাদিক মোক্তার হোসেন,রবিউল হোসাইন, উপজেলা উদিচি শিল্পগোষ্ঠীর সোনারগাঁ শাখার সভাপতি শংকর দাস জেলা কমিউনিস্ট পার্টির নেতা জিয়া হায়দার ডিপটি প্রমুখ।