প্রেস বিজ্ঞপ্তি: ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্য ও আলোকিত নারায়ণগঞ্জ ২৪ নেটের বিশেষ প্রতিনিধি এবং চেঞ্জ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশরাফুল হক আশুর বাবা মোঃ ইমদাদুল হক (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
সোমবার রাত সাড়ে দশটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি উত্তরা ব্যাংক লিঃ এর সাবেক ডি জি এম ও মসজিদুল আমানের মোতাওয়াল্লি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়েসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় টায় ফতুল্লা রেলষ্টেশন বাজার জামে মসজিদে জানাজা শেষে দাপা ইদ্রাকপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজনসহ রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিক সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুম এমদাদুল হক সাহেবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।