ডিজিটাল নিরাপত্তা আইনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর দায়ের করা একটি মামলায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার (২১ এপ্রিল)ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দিয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা।
অ্যাডভোকেট খোকন সাহা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দীর্ঘ ২৬ বছর যাবত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিএনপি-জামাতের একাধিক মামলায় আসামী ছিলেন তিনি। এছাড়া ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার মামলার বাদিও তিনি।
গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার( ২১ এপ্রিল) রাতে নিশ্চিত করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা বলেন, নগরীর দেওভোগ এলাকার কয়েকশত বছরের প্রাচীন জিউস পুকুর দেবোত্তর সম্পত্তি। এটি লক্ষীনারায়ণ জিউর আখড়া মন্দিরের অংশ। বাংলাদেশের কোন আইনে দেবোত্তর সম্পত্তি ক্রয় বিক্রয়ের কোন নিয়ম না থাকলেও মেয়র সেলিনা হায়াৎ আইভীর পরিবারের সদস্যরা নিজেদের নামে পুকুরটি লিখিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
মালার ভাষ্য, ‘সেই পুকুর দখল মুক্ত করতে সামাজিক-ব্যবসায়িক-আইনজীবীসহ ২২টি সংগঠনের সঙ্গে আন্দোলন করতে গিয়ে মামলার আসামী হন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা’।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এড. মাহমুদা মালা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় মেয়র সেলিনা হায়াৎ আইভী কেন্দ্রীয় নেতাদের কাছে বলেছিলেন, মামলাটি প্রত্যাহার করে নিবেন। কিন্তু সে তা না করে আজকে আইনজীবী দাঁড় করিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করালেন। আমরা এটা মেনে নিতে পারছি না।
উল্লেখ্য, সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর উদ্দেশ্যে ‘হিন্দুস লাইভস মেটারস’ ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যের অভিযোগ এনে ২০২১ সালের ৪ জানুয়ারি এডভোকেট খোকন সাহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভী।
জানা গেছে, এই মামলায় এডভোকেট খোকন সাহা দুই নম্বর আসামি। প্রধান আসামি করা হয়েছে প্রদীপ দাস নামে কানাডা প্রবাসি এক ব্যক্তিকে। যিনি কানাডা থেকে প্রচারিত “হিন্দুস লাইভস মেটারস’ নামে ইউটিউব চ্যানেলের সঞ্চালক। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলার আবেদনটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। পরে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করে।
চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি মামলাটির সর্বশেষ শুনানির দিন ধার্য ছিল। ওইদিন আসামি এডভোকেট খোকন সাহা আদালতে হাজির হননি এবং তার পক্ষে কোন আইনজীবীকেও নিয়োগ করেন নি। পরে বৃহস্পতিবার (২১ এপ্রিল) ফের মামলাটির শুনানি হলে আদালত খোকন সাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা থেকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার মুঠোফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত এমন কোন গ্রেফতারি পরোয়ানা পাই নি। যদি আজ (বৃহস্পতিবার) জারি হয়ে থাকে তবে এই আদেশ নারায়ণগঞ্জের কোর্টে পৌঁছতে তিন চারদিন সময় লাগবে।